জানি না কেন কাল অস্তরাগের
আকাশটাকে দেখে
আমি সমাহিত হয়ে গেলাম|
পেঁজাতুলোর মতো মেঘগুলো
সিঁদুরে লাল রঙা
নতুন করে তাদের চিনলাম।
মাঝে মাঝে নীলের উঁকি ঝুঁকি
সুদূর দিকচক্রবালে
হারালাম মন আবার হারালাম।
সন্ধ্যের রঙে ঐ বনবিথী রাঙা
নিকষ কালো আঁধার
চুপিচুপি তোমায় তাই ভাবলাম।
10 thoughts on “অস্তরাগের আড়ালে তুমি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধন্যবাদ
স্বাগত
ভালো থাকুন সবসময়।
অস্তরাগের আড়ালে নন্দিত শুভেচ্ছা রাখি প্রিয় কবিবন্ধু।
ধন্যবাদ বন্ধু |
ওয়াহ দরুণ !
কবির উপলব্ধি ও বোধের সরল প্রকাশ আমায় মুগ্ধ করেছে।
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –
অশেষ ধন্যবাদ কবি |
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা নিবেন।