অন্ধরাতে ঝরে পড়া চোখের পাপড়ি
যেন কতকালের সুর থেকে ছিনিয়ে নেয়া,
শুধু এইটুকু উপসর্গ;
বাস্তবের কোনো রাত নয়—
বরফের উপর চন্দরা আলোছায়া
ঘরের ভেতর আলোময় আয়নার আলোকসজ্জ্বা
সাজিয়ে নিয়েছে প্রিয়মুখ
বিরান পরদেশে আজ জ্যোৎস্নার রূপ-হোলীখেলা।
জানালা খুলতেই ধবল চাঁদ আর বরফের মেলা
ঘরময় আলো আর ছায়াদের ছুটোছুটি
কেউ ছিল এখানে, অদেখা কেউ
সেইজন অন্যদেশে ঘুমায় নিবিড়।
স্বপ্নের রাত স্বপ্নেই কাটে
সকাল বেলায় চন্দ্রাহত বুক থেকে
জ্যোৎস্না নেমে গেছে ভাটির ঢেঊতোড়ে
সাজানো বরফ শুধু সারা বুক জুড়ে তোলে আলোড়ন।
স্বপ্নের রাত স্বপ্নেই কাটে
সকাল বেলায় চন্দ্রাহত বুক থেকে
জ্যোৎস্না নেমে গেছে ভাটির ঢেঊতোড়ে
সাজানো বরফ শুধু সারা বুক জুড়ে তোলে আলোড়ন।
আপনার কবিতার ভক্ত সময় জুড়েই রয়ে গেলাম। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা।
ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
সুন্দর কবিতা! শুভেচ্ছা নিন কবি আপা।
শুভেচ্ছা কবি মামুনুর রশিদ ভাই।
বাহ্ অনেক ভালো লাগল।
ধন্যবাদ কবি মোকসেদুল ইসলাম ভাই।
প্রিয় শাকিলা আপু, আমি সব সময়ি আপনার কবিতার ভক্ত। কারন আপনার কবিতায় আমি কবিতার স্বাধ পাই। শুভেচ্ছা নিবেন।
আপনাকে ধন্যবাদ আনু আনোয়ার ভাই।
তাইতো আমি সারারাত জেগে থাকি। লিখি, পড়ি, আকাশ পানে চেয়ে থাকি৷ ভোরবেলা ফজরের আজানের সময় ঘুমিয়ে পড়ি।
সুন্দর মন্তব্য নিতাই বাবু।
সুন্দর কাব্য ভাবনা…
ধন্যবাদ কবি।
অভিনন্দন কবি।
শুভেচ্ছা কবি সুমন ভাই।
মুগ্ধতা জানাই আপা।
ধন্যবাদ আপা।
শুভেচ্ছা প্রিয় কবি দি।
ধন্যবাদ কবি রিয়া।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
অসাধারণ।
ধন্যবাদ কবি। সালাম।