খসড়া পাঠ
——————–
এটা আমার চুড়ান্ত কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই….
তোমরা এই কবিতা পড়বেনা
কারন কবিতা হতে হলে প্রথমতঃ
মানুষের কথা বলতে হবে।
কিন্ত এই সব প্রজাতন্ত্রের মানুষগুলোকে
কবিতার আবহে ক্যামনে এনে বলি
আমার কবিতা পড়ো..
জন সমুদ্রে আমরা,পরিচিত হাওয়ারা টোকা দিচ্ছে সতত।
ঘোলা পানিতে বৈচিত্র অপহরণ চলছে;
মাদুলিতে তাবিজের ঠিকানায় চলে যাচ্ছে
ওলট পালট জীবন।
কিসের বিষয় লিখতে গিয়ে বিষয়ভূমিতে ভিন্ন প্রসঙ্গঃ
নিজেকে আড়াল করে বলি কিডন্যাপ।
অপরুপ নাটকে আবির্ভুত দৃশ্যে মজহার সাহেব
বিষম নায়ক।আমরাও অজ্ঞাত রিসার্চে ধরে ফেলেছি ঘর পলায়নের নাম অপহরণ।
এটা আমার কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই..
লেখাঃ ১৬/৭/২০১৭ইং
সময়ের পঙতিমালা! শুভেচ্ছা, কবি!
থ্যাঙ্কস্।
খসড়াই তো কবিতার স্বরূপ ধরে রেখেছে কবি।
অনন্য এবং অনবদ্য একটি লিখন। অভিনন্দন জানালাম।
শব্দনীড়কে সময় দিন। অন্যের ব্লগকেও আপনার মন্তব্য দিন … ভালো লাগবে।
ধন্যবাদ আপনাকে।
অনেক দিন পর এসে ঢু দেই। আসলে লেগে থাকাটা হয়ে ওঠেনা।
মনে কিছু নিয়েননা।