শুভানুধ্যায়ী

ক’দিন ধরেই ভাবছি একবার যাব আপনার বাড়ী
আপনি বাড়ি আছেন?
সেদিন দোকানী বলছিল, আজকাল চায়ের আড্ডায় আর আসেন না
সময় কোথায় এসব খোঁজ করবার, বলুন?
ঠিকা ঝি, চেনা ফেরিওয়ালা আর দোকানীরাই বরং এসব জানে ভাল
এক গাল পান মুখে নিয়ে হুটহাট ঢুকে যায় যে কারো ঘরে।
আমরা আজকাল ব্যাস্ত ভীষন
প্রেমে আমিষ খুঁজে মরছি কি-না হরদম
সময় কই খবর নেবার!
সেদিন, সত্যি! একটা কাণ্ড হল বটে
যুবতী ঝি-র শরীরে প্রবিষ্ট স্বামীকে দেখেও ও বাড়ীর শিখাদিদি
কেঁদে কেঁদে জানতে চেয়েছিল, তুমি ওর ঠোঁটে চুমু খেয়েছিলে, বলো?
এই খবরটা আপনাকে দেয়া দরকার
আপনারও জানবার অধিকার আছে
সমাজের অলিগলির কিছু চোরাপথ কত ভঙ্গুর।
আমরা কিনতু বেশ আছি
ইন্টারনেটে প্রেম, স্বপ্ন
এই সব স্বপ্ন এক সময় মাংসের বাজারে মেশে
দোকানীর সাথে হাত মিলিয়ে দরদাম করে একদিন কিনে নেব খানিকটা
আপনার পেনশনের টাকাটা হাতে পেলেই জানাবেন
তখন ঠিকই এক কাপ চা খেতে যাব
যতই অথর্ব হোন না কেন, একদম ভেঙ্গে পড়বেন না
খোঁজ তো নিচ্ছিই
সর্বদা এভাবেই আমাদেরকে পাশে পাবেন।

20 thoughts on “শুভানুধ্যায়ী

  1. আপনার কবিতায় বাস্তবতা খুঁজে পাচ্ছি শ্রদ্ধেয় কবি দিদি। আমরা এখন খুবই ব্যস্ত থাকি। কেউ প্রেমে, কেউ ইন্টারনেটে, কেউ চোরাকারবারিতে, কেউ গুজবে। সত্যি আমরা খুবই ব্যস্ত থাকি।          

     

  2. 'সেদিন দোকানী বলছিল, আজকাল চায়ের আড্ডায় আর আসেন না
    সময় কোথায় এসব খোঁজ করবার, বলুন?'

    অদ্ভুত এক বাস্তবতার গল্প কবিবোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. মুহাহাহা আপা,

    আবার চলে এলুম https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

     

    শিখা দি জানে পুরুষ মানুষ খাপ ছাড়া তলোয়ারের মত, লোডেড পিস্তল। যেকোনো সময় গুলি বেড়িয়ে যেতে পারে। আর যুবতী হলে তো কথাই নেই, হোক সে কাজের ঝি। তাই তাঁর তেমন কষ্ট ছিলনা। তবে কাজের ঝি কেও কি একই রকম ভালোবাসা দিয়ে ফেলেছে তার বর?  সেটা নিয়েই ছিল তাঁর চিন্তা। তাই জিজ্ঞেস করেছিল, "তুমি ওর ঠোঁটে চুমু খেয়েছিলে, বলো?" 

    তারপরেও শিখা দির মায়া কিন্তু কমেনি জামাই বাবুর প্রতি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, সারারাত জেগে বড় বড় চোখ করে তাকিয়ে ছিল ঘুমন্ত জামাই বাবুর মুখের দিকে। ভাবছিল, সামান্য কারনে বেচারাকে কি লজ্জায় পড়তে হলো, কেন যে হঠাৎ চেঁচামেচি শুরু করে পাড়া সুদ্দু মানুষ জড় করেছিলেন। এখন নিজেই অনুশোচনায় দগ্ধ। আসলে শিখা দিদের নিখাত মায়ার জোরেই টিকে আছে বাংলার এতোগুলো ঘর।

    পুরুষ মানুষ কে কেন ভগবান এমন করে বানালো?  অপরাধী আসলে জামাই বাবু না ঈশ্বর?  এই প্রশ্ন সয়ং আমার শিখা দিরও। তাঁকে আমার পক্ষ থেকে লাল সালাম/স্যালুট জানাবেন দেখা হলে। 

    নারীর মনস্তত্ত্বর গভীর ছবি তুলেছেন আপনি লাইন দুটোয়। লাল সালাম সন্ন্যাসিনী 

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

     

     

    আপা, ইদানীং কি আপনি প্রায়ই অসুস্থ থাকেন?  খুব বেশি?  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।