অরুন উৎসব

কত কথা চলে গেছে কার অতলে
বদলে গেছে সেইদিন, এইদিন
আমাদের দিনরাত্রি।

জ্বরের কিনারে শর্তহীন তার প্রলাপ
এগিয়ে রাখছে বুকভরা ঘুম লিস্ট
নজরের উল্কিকাটা চোখ আর
মজার সব নক্সায়
খুলে গেছে বুঝি কল্যানের স্বরলিপি।

যে চেয়েছিল গোপনে বাঁচতে
মৃত্যু তাকে পুড়িয়ে গেছে শতবার
মিথ্যে তার গ্রীবা সহসা ডুবে যেতেই
কি অসাধারণ শষ্যভারে জেগে উঠছে জ্যোতি
শুরুটা আসলে এখান থেকেই হয়, সবে জেনেছি।

একজন আজ কানামাছি, ছুঁয়ে যাচ্ছে আন্দাজে
বনবিথী তার তাতানো সিগনেচার;
শুক আর সারির জড়োয়া গহীন।
জল তার কবেকার বলে গেছে কথা
মেঘ তার সবেধন এঁকে দিল ছবি।

8 thoughts on “অরুন উৎসব

  1. আপনার পোষ্টে অনেকটা আগ্রহ নিয়ে আসি।

    হতাশ সাধারনত হই না

    শুভ কামনা।

    1. আমার লেখা পড়বার আপনার এই আগ্রহ আমাকে আরো লিখবার অণুপ্রেরনা জাগালো। অনেক ধন্যবাদ।

  2. মিথ্যে তার গ্রীবা সহসা ডুবে যেতেই
    কি অসাধারণ শষ্যভারে জেগে উঠছে জ্যোতি
    শুরুটা আসলে এখান থেকেই হয়, সবে জেনেছি। অরুন উৎসব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. জল তার কবেকার বলে গেছে কথা
    মেঘ তার সবেধন এঁকে দিল ছবি।

    * শুভ কামনা প্রিয় কবি….

মন্তব্য প্রধান বন্ধ আছে।