সংবৃতা

আমাদের এদিককার আকাশটা আজকাল
বেজায় কালো। তোমাদের?
তোমাদের তো শুনেছি নাকি সুনীল আকাশ
তোমরা ছুঁয়ে ছুঁয়ে দেখো রোদ
পরবাসী মেঘ উড়ে আসে না এখানে
আমরাও পারি না যেতে আর কারো আকাশে।

জোড়াতালি দেয়া নেট বার্তায়
চালাচালি করি চিরকুট শুধুই
রাত বেশী হলে পরে বলি—ঘুমুতে গেলাম। শুভরাত্রি।
দরজা বন্ধ করে দিলে যেমন
তেমনি তোমরা চলে যাও অফলাইনে
উভয়ের ছেঁড়া ছেঁড়া ঘুমে চলে স্বপ্ন চালাচালি।

তোমাদের-আমাদের হয় মন দেয়া নেয়া
চলে তথ্য আদান প্রদান
প্রযুক্তির শত উন্নতি নিয়ে তর্ক-বিতর্ক
রাজনীতির কথা কিংবা গল্প, কবিতা
আমাদের দুই আকাশ জুড়ে অদেখা ঝুম বৃষ্টি
ভাল বা মন্দ লাগায় মন ভিজিয়ে দিয়ে যায়।

আমরা যখন কাছাকাছি যাই
তোমাদের দরজা বন্ধ থাকে
তোমরা এলে অসময়ে আমাদেরও জানালা বোজা
শুধু আকাশ মেলে দিলে দুয়ার, সব একাকার হয়ে যায়
তোমাদের সুনীল আকাশে এদিককার মেঘ জড়ো হয়
আমাদের মেঘলা আকাশ রোদ্দুরে শুকায় অসংযত বৃষ্টি।

6 thoughts on “সংবৃতা

  1. ‘শুধু আকাশ মেলে দিলে দুয়ার, সব একাকার হয়ে যায়
    তোমাদের সুনীল আকাশে এদিককার মেঘ জড়ো হয়
    আমাদের মেঘলা আকাশ রোদ্দুরে শুকায় অসংযত বৃষ্টি।’

    এমন ভাবে কথায় কথায় লিখা তৈরী করে ফেলেছেন যেন, কথা গুলোন আমারই।
    যত পড়ি ততোই ভালো লাগে। কবিতায় সম্মোহনী !! হ্যাঁ তা বলা যেতে পারে বৈকি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার জন্যে অনেক অনেক ভালবাসা মুরুব্বী। ভালো থাকুন, এমনিভাবে আমাদেরকেও ভালো রাখুন।

  2. আমি বরাবরই আপনার লেখার ভক্ত। কবিতার চরণে চরণে যে আবহ সৃষ্টি করেন তা সত্যি প্রশংসনীয়। শুভেচ্ছা জানেবন।

    1. প্রহেলিকা আপনাকে কি বলি! কেমন সহজ ভাষায় আমার কেবল প্রশংসাই করলেন। আমি যেন আপনার এই প্রশংসার যথার্থ যোগ্য থাকি চিরদিন এই দোয়া করবেন। ভালো থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।