এসেছে বাংলার ঘরে ঘরে বৈশাখ,
পুরনো দীর্ণ সব পুড়ে হোক খাক;
তাপদাহে পুড়ক যত জীর্ণ জরা,
চিরসুন্দর নির্মল হোক এই ধরা।
আসুক দুরন্ত রুদ্র কালবৈশাখী ঝড়,
উড়ে যাক সকল মড়া ধূলায় ধূসর;
মুছে যাক যত অন্যায় অনাচার,
আসুক নতুন প্রভাত তোমার আমার…
এসেছে বাংলার ঘরে ঘরে বৈশাখ,
পুরনো দীর্ণ সব পুড়ে হোক খাক;
তাপদাহে পুড়ক যত জীর্ণ জরা,
চিরসুন্দর নির্মল হোক এই ধরা।
আসুক দুরন্ত রুদ্র কালবৈশাখী ঝড়,
উড়ে যাক সকল মড়া ধূলায় ধূসর;
মুছে যাক যত অন্যায় অনাচার,
আসুক নতুন প্রভাত তোমার আমার…
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আসুক নতুন প্রভাত তোমার আমার…
শুভেচ্ছা নিন কবি। শুভ সকাল।
Thanks.
বৈশাখকে নিয়ে চমৎকার অভিপ্সা মিতা আপনার
Thanks a lot.
তুমি নূতন. আবার পুরোনোও হবে একদিন
আবরণহীন সরস বন্দনায় ভুলে যাবো সব পাপ
যেন ভুলিনা আমার কর্ম আর ফেলে আসা অতীত …
Thank you very much.