আঁজলা ভরা দীঘি
খুব প্রিয় কোনো ফুলের নাম হতে পারে
পলাশ, শুধুই পলাশ
কেননা ওটা অন্তরের নির্যাস কেবলই লাল, শুধুই লাল।
খুব প্রিয় একটা যুদ্ধের নাম সুপেয় জল
কেননা জলের রঙ বহুবিধ।
দৃঢ় একটা বিশ্বাসের নাম ঋতুচক্র,
চার বেহারায় চলা পালকি আর হুহুমনা যুদ্ধ।
সঠিক একটা উচ্চারণের নাম শুধুই বাংলাদেশ
শিশু বা বৃদ্ধ সবাই এক উচ্চারণে দেশ ভালবাসে
আমরা আর দেশ বিষয়ে ভাববো না
আমরা যুদ্ধে যুদ্ধে দেখবো পলাশের রঙ
আমরা লালে লাল হতে হতে সবাই লাল-সবুজ পতাকা।
দেখি আর কতবার পোড়াতে পারো দীক্ষা, ধৈর্য্য, বৃদ্ধি—
আমরা অনেকে মিলে একটি বাংলাদেশ, কোটি কোটি পতাকা।
‘দৃঢ় একটা বিশ্বাসের নাম ঋতুচক্র,
চার বেহারায় চলা পালকি আর হুহুমনা যুদ্ধ।’ ___ গ্রেট এ্যাণ্ড গ্রেট জব ইউ হ্যাভ ডান।
বিশেষ ধন্যবাদ আজাদ ভাই।
দেশের প্রতি ভালোবাসায় সিক্ত হলাম। কৃতজ্ঞতা সুন্দর লেখার জন্য।
ধন্যবাদ সাঈদ চৌধুরী।
এমন কবিতায় মুগ্ধ না হবার জো থাকে না কবি। অসাধারন।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
সুন্দর লিখেছেন কবি। কাব্যশৈলী ও শব্দবিন্যাসে প্রিয়কবির অভিনব প্রয়াস।
বিষয়বস্তু খুবই ভালো। স্বদেশপ্রেমী প্রিয়কবিকে জানাই লাল
সবুজের উষ্ণ অভিনন্দন।
জয় বাংলা, জয় বাঙালী, জয় বাংলাদেশ।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
ধন্যবাদ কবি ভাই।
আমরা যুদ্ধে যুদ্ধে দেখবো পলাশের রঙ
আমরা লালে লাল হতে হতে সবাই লাল-সবুজ পতাকা।
-গ্রেট অ্যাণ্ড গুড পয়েম ইউ হ্যাভ কমপোজড।
ধন্যবাদ কবি।
বাহ দারুণ। শুভেচ্ছা নিন।
ধন্যবাদ অর্ক ভাই।
সুন্দর লিখেছেন।
খুব প্রিয় কোনো ফুলের নাম হতে পারে
পলাশ, শুধুই পলাশ
কেননা ওটা অন্তরের নির্যাস কেবলই লাল, শুধুই লাল।
খুব প্রিয় একটা যুদ্ধের নাম সুপেয় জল
কেননা জলের রঙ বহুবিধ।
ধন্যবাদ কবি শংকর দেবনাথ।
মুগ্ধতা প্রকাশ করার ভাষা খুঁজে পেলাম না কবিবোন শাকিলা তুবা। ভালোবাসা।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
অনেক অনেক ভালোবাসা প্রিয় কবি দি।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
স্যালুট জানাই কবি তুবা আপু
ধন্যবাদ কবি আলমগীর সরকার।
চমৎকার লিখেছেন কবি শাকিলা আপা।শুভেচ্ছা..
ধন্যবাদ কবি রানু আপা।
খুব ভালো লিখেন আপনি।
ধন্যবাদ শাহাদাত ভাই।