অরূপের রূপ তুমিই জানো
আমাকে আমার কখনোই ভাল লাগেনি
সেই ছেলেবেলা থেকে আমার কানগুলো খরগোসের মতো
নাকের উপরকার তিলটা ভয়াবহ যন্ত্রণাদায়ক
আর চোখের ভাষা তো আমি নিজেই পড়তে পারিনি জীবনে।
গ্রীবায় একটা ভাঁজ যা দেখে মা বলেছিল নানাভাইয়ের ভাগ্য
আমার কেবলই মনে হতো আমি এদের কেউ নই
ভাইয়া বলেছিল, তোকে কুড়িয়ে পাওয়া মানুষ
আমি ওই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ছোট্ট আমাকে খুঁজতাম।
একবার প্রেম আমাকে ধোঁকা দিয়ে গেল দারুন
আমি বুঝবার চেষ্টা করছিলাম, ভুলটা কোথায়
দেখলাম, আমার হাত কচলানো ভঙ্গিটাই নচ্ছার
প্রেমের সামনে আমি যেন ক্রীতদাসের একটা পুরনো প্রতিচ্ছবি।
অনেক বছর পর আজ এক হকার আমায় টিটকিরি দিয়ে গেল
বাড়ী ফিরে আয়নায় নিজেকে মেলাতে গিয়ে হোঁচট খেলাম
এই আমিটা তো কক্ষনোই আমি ছিলাম না, হতেও চাইনি
এরপরেও কি তুমি বলবে, আমাকে তোমার দারুন লাগে।
অরূপের রূপ তুমিই জানো … ধ্রুব এই সত্য কবিতার শিরোনাম হলেও
কবি অথবা বন্ধু হিসেবে যতটুকু জানি … অরূপের রূপ আপনিই জানেন প্রিয় তুবা।
নইলে এমন সব লিখা অথবা শব্দ কল্পনা আপনাতে বিরাজিত হতো না। শুভ সকাল।
ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
বিষাদময় কবিতা।
ভালো লাগলো , তবে বিষাদমিশ্রিত ভালোলাগা।
শুভেচ্ছা নেবেন কবি।
অসাধারণ কবিতা আপা।
ধন্যবাদ আপা।
ভালো লাগার মতো কবিতা।
ধন্যবাদ সুমন ভাই।
পছন্দ করি আপনার কবিতা প্রিয় কবি বোন শাকিলা তুবা।
ধন্যবাদ সৌমিত্র দা।
ভিন্ন স্বাদের কবিতা। খুব ভালো লেগেছে!
ধন্যবাদ ভাই।
দেখলাম, আমার হাত কচলানো ভঙ্গিটাই নচ্ছার
প্রেমের সামনে আমি যেন ক্রীতদাসের একটা পুরনো প্রতিচ্ছবি।
ধন্যবাদ ভাই।
দারুণ দারুণ
শুভেচ্ছা কবি দাদা।
আমার হাত কচলানো ভঙ্গিটাই নচ্ছার
প্রেমের সামনে আমি যেন ক্রীতদাসের একটা পুরনো প্রতিচ্ছবি।
* বিমুগ্ধ, প্রিয় কবি…
ধন্যবাদ কবি।
আপনি অনেক সুন্দর। তার চেয়েও বড় কথা, আপনার মনের সৌন্দর্য বহুগুণ বেশি। এমন আলোকিত মন, নিখাদ সাহিত্যপ্রেম এসব কারো চোখে না পড়লে অজ্ঞতার অন্ধকারে আছে সে। কেউ যদি আপনার মূল্য না দিয়ে অমর্যাদা করে তাতে আপনি ছোট হয়ে যান না। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ অন্যের সাথে সেই আচরণ করে, যেটা তার নিজের প্রাপ্য ছিল। আমার অভিজ্ঞতা বলে, মানুষ অন্যের সন্মন্ধে যে বিশেষণ গুলো মুদ্রাদোষের মত ব্যবহার করে, সেগুলোও আসলে তার নিজের প্রাপ্য বিশেষণ। তা ভালো হোক বা খারাপ। মানুষের আচরণ এবং বিশেষণ প্রয়োগ খেয়াল করলে হয়তো আমরা মানুষটাকে মোটামুটি চিনে ফেলবো।
অতীতে কে কি করেছে বা বলেছে সেটা একেবারেই মূল্যহীন। নিজেকে নিজে বিচার করে আমরা যেটা পাই সেটাই শুধু গুরুত্বপূর্ণ। আমরা নিজেকে যা ভাবী, আমরা আসলে তাই।
শুভকামনা সব সময়, শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে জানাবেন সন্ন্যাসিনী। আমি রেইকি শিখেছি, নিরাময় শক্তি প্রেরণ করবো প্রয়োজনে।



ইনশাল্লাহ।