দ্য ব্যাক প্যাকারস
প্রথম সূর্য ছোঁবার জন্যে পাহাড়ের চুলে দাঁড়ানোই উত্তম
স্ট্যাচুও তখন কথা বলে, গল্প শোনায়
যারা ডাকটিকিট জমায়
যারা নীল নকশায় ময়ূরকণ্ঠী জামা পরে
তারা বিহঙ্গ হোক, আমাজন অরণ্যে বেড়াতে যাক।
এখন বরং ফুলস্টপ নিয়ে কথা বলা যাক
চন্দ্রবিন্দুর কাজই বা কি, এসব ভাবা যাক
পরবর্তী স্টেশন এলে অন্ধজনের দেখা পাওয়া যাবে।
যার হাতজোড়া আয়তলোচন
তাকে সাথে নিলে হবে বিশ্বভ্রমণ।
ফিল্মমেকারের ঠুনকো কান্না কিনতু নয়
কে যেন সত্যিই প্রথমবারের মতো বাড়ী এসেছিল
সেদিনই জানা গেছে চেয়ারের সাথে জানালার সম্পর্ক
চকমকি চোখে নরম সকাল ওড়ে
ভ্রমন আপাততঃ স্থগিত।
“সেদিনই জানা গেছে চেয়ারের সাথে জানালার সম্পর্ক।”
___ কী অসাধারণ ভাবেই না আপনার লিখা গুলোন ফুটে উঠে। শুভেচ্ছা কবি।
পরবর্তী স্টেশন এলে অন্ধজনের দেখা পাওয়া যাবে।
যার হাতজোড়া আয়তলোচন
তাকে সাথে নিলে হবে বিশ্বভ্রমণ।
*অসাধারন অভিব্যক্তি ! শুভকামনা কবি !