সব হারিয়ে যায়

সব হারিয়ে যায়

কি আশ্চর্য, আমার হাতটা গেল কই?
খুঁজে পাইনা দু’পায়ের পাতাও
ক’দিন ধরেই এরা সব হারিয়ে গেছে।

সেদিন খামোখাই বাজারে হারিয়ে এলাম বুকটা
পেট তো বন্ধক দিয়েছি কবেই
গলাটাও কি করে যেন ঝরে পড়েছে কালের অতলে।

চোখ দু’টো বড়ই প্রিয় ছিল, নিয়ে নিল নক্ষত্রেরা
ঠোঁটের প্রতি ওদের লোভ দেখে ভুল সিন্দুকে পুরেছি
বাকি ছিল মাথাটা, ওটাও ঝাঁপ দিল জলে।

আসলে মনটা হারাবার পর থেকেই
পড়ে গেছি ভীষন বিভ্রমে
কে কোথায় ছিটকে পড়েছে কে জানে!

সব কিছু কেমন অবলীলায় হারিয়ে গেল
আমি ভেসে আছি আকাশ আর মাটির মাঝামাঝি
সূর্য অস্ত যাবার আগেই একবার ঘরে ফিরতে চাই।

4 thoughts on “সব হারিয়ে যায়

  1. অনেক সুন্দর। এমনিতেও আপনার লিখার ভক্ত আমি বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সব কিছু কেমন অবলীলায় হারিয়ে গেল
    আমি ভেসে আছি আকাশ আর মাটির মাঝামাঝি
    সূর্য অস্ত যাবার আগেই একবার ঘরে ফিরতে চাই।

  3. লেেখার ভাব অসাধারণ।
    শুভেচ্ছা নিবেন।

  4. চোখ দু’টো বড়ই প্রিয় ছিল, নিয়ে নিল নক্ষত্রেরা
    ঠোঁটের প্রতি ওদের লোভ দেখে ভুল সিন্দুকে পুরেছি
    বাকি ছিল মাথাটা, ওটাও ঝাঁপ দিল জলে।
    * অসাধারণ !

মন্তব্য প্রধান বন্ধ আছে।