লঘূকরণ

লঘূকরণ

ছায়ার ওজন মাপতে মাপতে
মেপে ফেলেছি শূন্যতা
এ কেমন সরল ধৃষ্টতা!
তার উপর তোমার মনিবন্ধে মাখানো পরাগ
যার মূল্যমান পার্থক্য পরচুলার সাথে করা যায়
ওদিকে গোধুলী শামিয়ানার নীচে সব লাল
তবে কেন এই ভরা চন্দ্রালোকও শূন্য মনে হয়?
সময়ের ওজন নেয়া তো আমার কাজ নয়
সেই আদি থেকে যার ভার অবিভেদ্য।

নৈর্ব্যক্তিক হাঁটাও এক ধরনের শূন্যতা
এবং সেই ছায়ার ওজনও শূন্যতা
তুমি এক বিঘা সময় মেপে করতল পেতে দিলে
এখান থেকে সবটাই ফাঁকা
তবু বৃদ্ধা এক রমনী চেঁচায় বিনাশ, বিনাশ বলে
ওর শরীরে কুঁচকানো বাকল
অথচ আমি শুনলাম বিন্যাস, বিন্যাস
মেলে ধরা হাতে তো আর পা ফেলা যায়না
শূন্যতাকে সাক্ষী রেখে তোমার করতলে রাখলাম হাত।

3 thoughts on “লঘূকরণ

  1. চমৎকার একটি লিখা। যত প্রসংশা করবো কম হবে বন্ধু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।