ফিরে গেলাম

ফিরে গেলাম

অতর্কিত হামলায় ভেঙ্গে পড়েছে আকাশ
টুকরো টুকরো মেঘগুলো পড়েছিল পায়ের কাছে
আঙ্গুলের খোঁচায় ওখান থেকে উঠে এসেছে কেঁচো
লকলকে জিভওয়ালা সাপ খুঁজছিলাম ধ্বংসস্তুপের ভেতর
সাপের সাথে যুদ্ধ করে জয়ী হতে চাই
বিষ কি আমি-ই কম ঢালতে পারি?

বিষহরি হে—এসো, চোখের বিষ ঝেড়ে দাও
লোভে পড়া চোখ উপড়ে ফেলা ছাড়া গতি কি
রক্তে জ্বলছে ক্রোধ, প্রতিশোধের জ্বালা, শিরায় শিরায় ঘৃনা
যন্ত্রনার উপশম খুঁজতে দুয়ারে দুয়ারে ধর্না আর কত?
আমি কখনো তেলে জল মেলাইনি, বলিনি নীল মানে বিষ
বিষকে আমি বিষ বলেই চিনেছি চিরকাল।

পাঁজর ভেঙ্গে পিছলে পড়ে গেল ভেতরের তারাটাও
দুষ্টু কিশোর তারা হাতে ছুটছে পালাবে বলে
আমার কাছে আর তারা রইল না, সব হারিয়েছি
ভাঙ্গা আকাশের সাথে আনাগোনাও শেষ হয়ে গেল
এখন তারা, আকাশ, মেঘ, সাপ সব পেছনে ফেলে ছুটছি
শেষ ট্রেনটা ধরব; আজ ঘরে ফিরতেই হবে—

2 thoughts on “ফিরে গেলাম

  1. এমন অসাধারণ লিখেন বলেই আপনার লিখার ভক্ত হয়ে আছি প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. পাঁজর ভেঙ্গে পিছলে পড়ে গেল ভেতরের তারাটাও
    দুষ্টু কিশোর তারা হাতে ছুটছে পালাবে বলে
    আমার কাছে আর তারা রইল না,

     

    কবিতা ভাল লাগল খুব।  অ-সা-ধা-র-ণ।
     

মন্তব্য প্রধান বন্ধ আছে।