রেশমা
জীবনের প্রথম রেশম চাষ হয়েছিল বুকের হ্রদে
মথের লালায় সিক্ত গুটি ক্রমশ হয়ে উঠছিল বাসস্থান
কেউ ডাকলেও তাই যাওয়া হত না অন্য পাতায়
দেয়ালে বিলম্বিত ঝাঁপতালের খোলামেলা অঙ্কনরেখা।
সমর্পণ একেবারে সদামাটা এক শান্ত নদী
ফুঁসে ওঠা লীলায়িত স্রোত দেখবার বাসনায়
ক্রমাগত গাছ বদলেছি, রোদ বদলেছি কতবার
দিন থেকে রাত লাফিয়ে লাফিয়ে নিজের উচ্চতা ছাড়িয়েছে।
পাশাপাশি কোনো পার্শ্ব চরিত্র রাতের নিঝুমে
এক বিছানায় শুয়ে দিব্যি পাড়ি দিচ্ছে মহাসাগর
যতটুকু শ্বাস ততটুকু নিরাশ জমে গেছে শৃংখলিত পায়ে
রেশম সুতোয় নানা রঙ-প্রলেপ না পড়লে কি আর যাদুখেলা হয়!
'রেশম সুতোয় নানা রঙ-প্রলেপ না পড়লে কি আর যাদুখেলা হয়!' দারুণ লিখা।
Bha dhrun,

"পাশাপাশি কোনো পার্শ্ব চরিত্র রাতের নিঝুমে
এক বিছানায় শুয়ে দিব্যি পাড়ি দিচ্ছে মহাসাগর"
প্রণাম নিন কবি দিদি ভাই। আপনার লেখা থেকে শেখার ইচ্ছে হয়।