সময়কে রিকুয়েস্ট করনা কারণ সময় তোমার রিকুয়েস্ট গ্রহণ করবে না। সময়ের কাছে তোমার কোনো অনুগ্রহ দয়ার্দ্র অনুনয় বিনয় কিম্বা তোমার অনুসুচনার কোনও মুল্য নাই।
তারচেয়ে বরং তুমি সময়টাকে ছুঁতে চেষ্টা করো যাতে ছুটে না যায়। মনে রেখো সময় দ্রুতগতিতে ফুরিয়ে যায়। সময় থেকে গেছে কিম্বা থমকে গেছে সময় সৃষ্টির পর কি এমন কেউ শুনেছ?
নাহ্ এমনটা অবাস্তবের আর বাস্তবে যা কখনই সম্ভব নয়। যারা একটু বেশিই ধর্মাশোকে কাতর তাদের ওইসব অলৌকিক ভাবনা (রোগের নাম এই মুহুর্তে খেয়াল নেই) সাইকোফোবিয়া রোগে আক্রান্ত।
জীবন যেমন মুল্যবান সময়ও তেমনি মুল্যবান। সময়ের কাজ সঠিক সময় না করলে যেমন তাঁর মুল্যদিতে হয়। তেমনি জীবনাচারে পৃথিবীর এই পাদদেশে নির্গমনের পরে সময় খুবই গুরুত্বপূর্ণ সময়ের গুরুতর ভাবনাটি যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার বেঁচে থাকাটাই বৃথা।
অন্ধকার যেমন আলোরপ্রথম দ্বারে আঘাত করে ঢেলে দেয় অন্ধকার তেমনি আলো অন্ধকারের দ্বারে আঘাত করে উজ্জ্বল করে পৃথিবী।
সময় মানুষের জাগতিক জীবনের সকল আকাঙ্খা পুরনের চাবিকাঠি। আজ যদি সময়কে সময়ের সময় গুরুত্ব না দেন গুরুত্বপূর্ণ না ভাবেন তাহলে আপনি আর কখনোই আপনার জগতে জীবনভাবনা থাকবে বলে মনে হয় না।
অতএব সময় জীবনের পরিপূরক যেমন জীবন সময়ের পরিপূরকতা হবে সেটাই স্বাভাবিক। এখন ভাবনার বিষয় আপনি কি করবেন আপনি কি করতে চান আপনি কি ভাববেন আপনি কি ভাবতে চান তা আপনিই নির্ধারণ করবেন সময় নয়।
সময়ের যেখানে শুরু হয়েছে আমরা যে তাঁর নিকটবর্তী হতে পারিনি সময় কোথায় গিয়ে শেষ হয়েছে হবে এর কোনো তথ্যও নাই কিন্তু আশ্চর্যের বিষয় সময়ের প্রত্যেকটি ন্যানো সেকেন্ডই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ও শক্তিশালী।
এপ্রিল ২৫,২০১৮
'তেমনি জীবনাচারে পৃথিবীর এই পাদদেশে নির্গমনের পরে সময় খুবই গুরুত্বপূর্ণ সময়ের গুরুতর ভাবনাটি যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার বেঁচে থাকাটাই বৃথা।'
যথেষ্ঠ শুদ্ধতার সাথে নিজস্বতা রেখে জীবন বোধের যে চিত্র এখানে চিত্রায়িত হয়েছে তাকে আমি সত্য হিসেবে গ্রহণ করতে চাই। অভিনন্দন প্রিয় ভাই শামীম বখতিয়ার।
সময়কে সময় না দিয়ে সময়ের সদ্ব্যবহার উচিত। ভাল লেখা দাদা।
সময় মানুষের জাগতিক জীবনের সকল আকাঙ্খা পুরনের চাবিকাঠি।

আমার দার্শনিক কবি, আমার ভালোবাসা।
