আজ রাতে সততা আসবে

আজ রাতে সততা আসবে

লাঠিয়ালের রণ-চাতুরীতে বাঁশের খটমট শুনি
তোমার ব্যর্থতা এতদূরে বসেও টের পাই
তুমি শুধু পায়ের উপর দাঁড়াতে পারো
স্পর্শসুখ নিয়ে পালিয়েছে সূর্যবংশীয় রানী
তোমার ক্রোধ বিষ হয়ে ঝরে যাবে ইতিহাসের পেটে।

কি মর্মান্তিক! কি মর্মান্তিক! তুমি ভালবাসা বোঝো না!
শিকল পরিয়ে শুধু শুধু ঝামেলা বাড়িয়েছিলে
থকথকে কাদা সরিয়ে ঠিকই উঠে গেছি মহাসড়কে
তুমি রাবন, মাথায় মাথায় দশ প্রেমিকা পুরে রাখো
একাকী রাস্তায় সশব্দে ছুটে যাক মালবাহী ট্রাক।

এই তো খুলে গেল জীর্ণ লোহার ফটক,
হাঁপরের মতো খসে পড়া ইটের পাঁজর
এইখানে পেয়ে যাব প্রাণের পরশ ভাবিনি
দেয়াল ঘেরা বাড়ীর বিরাট অঙ্গনে এখন স্বপ্ন ফুটছে
কেমন গোপনে লুকিয়ে ছিল এমনতর স্বপ্নীল সম্ভাবনা!

তোমাকে দেখে এসেছি নিজস্ব গণিকালয়ে
নিজের অবস্থান দৃঢ় করতে নতুন সাপের খোলস দেখেছি,
মদিরার শরীর ছুঁয়ে তোমার বার্ধক্যের বিষপানও দেখেছি
নিত্য নতুন সাজে পৃথিবীর নিয়ম ভেঙ্গে ছুটছ পড়ে যাবে বলেই–
আমার মন্দিরের সিঁড়িটি পরিপাটি, আজ রাতে এখানে কেউ আসবে।

10 thoughts on “আজ রাতে সততা আসবে

  1. অসাধারণ আপনার সব লিখা। ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। শুভেচ্ছা প্রিয় বন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. খুব খুশি হলাম প্রিয় বন্ধু আজাদ ভাই। :)

  2. কী যে অসম্ভব ভাল লেখেন আপনি!! নমষ্কার কবিদিদি ভাই। :)

    1. ধন্যবাদ কবি রিয়া রিয়া। :)

  3. স্পর্শসুখ নিয়ে পালিয়েছে সূর্যবংশীয় রানী
    তোমার ক্রোধ বিষ হয়ে ঝরে যাবে ইতিহাসের পেটে।

    অসাধারণ কবি শাকিলা তুবা। 

    1. ধন্যবাদ কবি সুমন আহমেদ। :)

  4. অসম্ভব সুন্দর কবিবোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

  5. চমৎকার সব ভাবনার প্রকাশ ঘটিয়েছেন কবিতায় কবি আপা ।পাঠে মুগ্ধ হয়েছি ভীষণ। শুভেচ্ছা…..https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।