পৃথিবীর রূপেই গচ্ছিত তাঁর প্রকৃত স্বরুপ আপনি তাঁর স্বাক্ষর নিন সাক্ষর হোন স্বাক্ষর দিন

জীবন পরাক্রমশালী নয়। জীবন অনেকটা ছোট্ট; এই সম্মানসূচক জীবনের চেয়েও একটি বিষয়হীন জীবন দীর্ঘকাল বাঁচে। অতএব এই বেঁচে থাকাকালীন জীবনের জন্য যেই মর্যাদা তাঁকে গ্রহণ করো সম্মান করো। বেঁচে থাকো,মর্যাদা দিয়ে মর্যাদা নিয়ে বেঁচে থাকো ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে। অন্যকে সম্মান দেয়ার মাধ্যমে নিজেকে সম্মানিত করুন। পৃথিবীর রূপেই গচ্ছিত তাঁর প্রকৃত স্বরুপ আপনি তাঁর স্বাক্ষর নিন সাক্ষর হোন স্বাক্ষর দিন।

3 thoughts on “পৃথিবীর রূপেই গচ্ছিত তাঁর প্রকৃত স্বরুপ আপনি তাঁর স্বাক্ষর নিন সাক্ষর হোন স্বাক্ষর দিন

  1. আপনার সাথে একমত কবি দা।

  2. যতি চিহ্নের আগে বা পরে যদি প্রতিটি লাইন আলাদা করে ফেলি; যে কথাগুলোন এখানে আলোচিত হয়েছে তার মর্মার্থ আলাদা হবে না; একই থাকবে। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. চমৎকার এবং সত্য দর্শন। শুভ কামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।