মনের মাঝে তুমি

মনের মাঝে তুমি

তুমি আমার মনের রাজ্যে
স্বপ্নের প্রিয় রাণী,
তুমি হীনা এ জীবন আমার
বিফল হবে জানি।।

দেখেছি তোমায় অনন্য ক্ষণে
অনেক জনের মাঝে,
সেই থেকে আজও তোমায় আমি
ভাবি সকাল সাঁঝে।।

জানিনা আমি এটাই কি তবে ভালোবাসা?
তুমিই যে হয়েছ এ জীবনের সব আশা।।

তোমার মাঝেই খুঁজি আমি
আমার সুখ-দুঃখ
তুমি কি কখনো আমার মাঝে
পেয়েছ তোমার সুখ।।

দেখেছি আমি তোমার চোখে
হরিণীর মত মায়া
তাইতো আমি দিবা নিশীথে
খুঁজি তোমার ছায়া।।

আজও পারিনি বলতে তোমায়
আমার মনের কথা
তোমায় ছাড়া জীবন হবে
মূল্যহীন চির বৃথা।।

দিয়েছ কি তুমি কাউকে তোমার
অমূল্য মন জমি?
পেরেছ কি কভু জানতে আমায়
মনের মাঝে তুমি??

5 thoughts on “মনের মাঝে তুমি

  1. কবি সবাই নন; কেউ কেউ। তারপরও নিজেতে লুকিয়ে রাখা প্রতিভার যে প্রথম স্বাক্ষর রেখেছেন তাতেই আমরা শব্দনীড় পরিবার আপনাকে জানাই অভিনন্দন। সুস্বাগতম মি. রবিউল ইসলাম। নিয়মিত লিখুন এবং সতীর্থদের পাশে থাকুন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাব্বাহ্। আপনি দেখছি দারুণ লেখেন দাদা !! কোথায় লুকিয়ে রেখেছিলেন এইসব? ভাল লেগেছে ছন্দের খেলা। বুদ্ধিমানের কাজ করেছেন শেয়ার করে। এখানে আপনার লেখা সুরক্ষিত।

    শব্দনীড়ে স্বাগতম জানাই কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. সুন্দর সত্য বলায় ধন্যবাদ।দোয়া রাখবেন।

    1. মন্তব্যকারীর মন্তব্য যেখানে শেষ হয়েছে তার ঠিক ডান প্রান্তে "জবাব" বাটনে ক্লিক করে আপনার উত্তর লিখুন। দেখবেন ঠিক এভাবেই আপনার মন্তব্যও মন্তব্যের নিচে চলে এসেছে। অর্থ্যাৎ রিলেটেড এ্যানসার। :)

  4. অনুপ্রাণিত হলাম।অভ্যর্থনার জন্য আপনাকে ধন্যবাদ  রিয়া রিয়া

মন্তব্য প্রধান বন্ধ আছে।