পলেস্তারা
এক মূহুর্তে জন্ম তোমার, মুহুর্তেই মৃত্যু
না, এটা কোনো ধাঁধাঁ নয়
স্পষ্ট জীবন ধারনা
কাঠবেড়ালীর পায়ে দুষ্টু ছেলেরা যেভাবে সুতো বেঁধে দেয়
তুমি কি তার চেয়েও ভিন্ন?
তাহলে এই গোলকধাঁধাঁ’র অস্তিত্ব এত প্রকট কেন?
নিঃসংশয় নও, সে তো বোঝাই যায়
তোমার ঘরেই না সেদিন সিঁদ কেটেছিল ভয়াবহ সেই যুদ্ধ?
শত্রুপক্ষীয় সেনারা তোমাকেই বেনেট দিয়ে খুঁচিয়েছিল
ভুলে গেছ সেই সব দিন?
তুমি তো এক অংশের জন্যেই স্থুলকোনী ত্রিভুজ
সবাইকে সব দিয়ে ত্র্যংশে শূন্য।
একজন গৌতম বুদ্ধ বলেছিলেন, “শূন্যই একমাত্র সত্য
তা’ থেকেই উৎপত্তি ও বিনাশ”
তাই তো জন্মের মূহুর্তে তুমি মৃত্যু নিচ্ছ
এই সব যুদ্ধ বিগ্রহ শুধু কথার কথা
পৃথিবীর একমাথা সুতো বাঁধা
অন্য মাথায় তোমার স্থিরচিত্র।
আপনার প্রতিটি কবিতায় আমার মুগ্ধতা থাকে দিদি ভাই।
খুশি হলাম কবি রিয়া।
ধন্যবাদ।
“শূন্যই একমাত্র সত্য … তা’ থেকেই উৎপত্তি ও বিনাশ।” চিরন্তন।
ধন্যবাদ প্রিয় বন্ধু আজাদ ভাই।
অনবদ্য লেখনি,,
অনেক ভালো লেগেছে,,
ধন্যবাদ সুজন হোসাইন ভাই।
* আমাদের মন্তব্যগুলো দেখা হয় কিনা জানিনা,
তবে শুভ কামনা সবসময়।
ধন্যবাদ কবি দিলওয়ার হুসাইন ভাই।
শুভেচ্ছা কবি শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সুমন ভাই।
মুগ্ধতা আপা।
শুভেচ্ছা কবি সাজিয়া আফরিন আপা।
আপনার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম শ্রদ্ধেয় দিদি। সত্যি পাঠে মুগ্ধ হয়েছি।
আপনাকে শুভেচ্ছা।
শুভেচ্ছা নিতাই দা।
একটাই শব্দ- "মুগ্ধ"
ধন্যবাদ কবি।
শুনএক মাত্র শব্দ….
সালাম আপা।
সুন্দর লিখেছেন। মুগ্ধতা রইলো ।
ধন্যবাদ আপা।
আপনার লেখা কবিতায় মুগ্ধতা রেখে গেলাম শ্রদ্ধেয় কবি দিদি।
শুভেচ্ছা নিতাই দা।
পলেস্তারা শব্দটা জীবনে প্রথম শুনলাম। অনলাইন ডিকশনারি থেকে পেলাম "দ্যা প্যালেস্টাইন" আজ আমিও অবাক হলাম, এতো কিছু জানেন কিভাবে? আমি নিজেকে বহুমাত্রিক জ্ঞানের অধিকারী ভাবতাম। এখন টেনশনে পড়ে গেলাম, কে বেশি জ্ঞানী? তবে এখানে পরাজিত হলেও বিজয়, কারণ উইন-উইন সিচুয়েশন এটা।
দ্রুতই সারাবিশ্ব শোষণ মুক্ত হয়ে যাবে, এটা তার আগের আঁধার মাত্র। কাঠবিড়ালির পায়ে কেউ আর সুতো বেঁধে দিতে পারবেনা। শুনেছেন তো গুজবটা?
ইদানীং স্পষ্টবাদী, প্রতিবাদী কবিতায় দেখে খুব ভালো লাগে সন্ন্যাসিনী।
শুভেচ্ছা ভাই।
কবিতায়া বুঝিয়ে বলার জন্য শারমিন শান্তা নামে এক সাহিত্যপ্রেমীকে দিয়েছিলাম। সে আমার ভেবে আমার নামে একগ্রুপে পোস্ট দিয়েছে। বলে খুবই ভাল কবিতা ও লেখার হাত। আমি বললাম এটা আমার লেখানা। অনুমতি নিতে হবে। অনুমতি দিলেন তো? আপনার নামেই পোষ্ট করেছে এডিট করে।
যার কবিতা তার নামে যাওয়াই ভালো। নইলে অবিশ্বাসের ক্ষেত্র তৈরী হবে।
যা অনভিপ্রেত।
আবারো বলিঃ
আমি আমাকে বুঝিয়ে বলার জন্য কবিতাটা দিয়েছিলাম একজন কে। সে ভেবেছে আমার লেখা, তাই আমার নামে পোষ্ট দিয়েছিল। আমি বললাম এটা আমার না, অনুমতি নিতে হবে। আপনার নামেই এখন আছে। তবে আপনি সেটাও না পছন্দ করলে মুছেই দিতে বলি।
আমি তাকে পোস্ট দিতে বলিনি, সে নিজেই দিয়েছে।। ইদানীং অনেকেই লেখাও চায় আমার মত লেখকের কাছে।
কি করবো পরিষ্কার করে বলেন। লেখা চুরির মানসিকতা আমার কখনওই ছিল না। আমার লেখাও অনেকে কপি করে।
আমি প্রথমেই বুঝেছি ভাই। এই জন্যই বলেছি যার কবিতা তার নামে যাওয়াই ভালো।
আমার কবিতা
মশা কামড়ালেই ডেঙ্গু হয় না।
ডেঙ্গু হলেই মানুষ মারা যায় না।
দুষ্টু বাঙালী এমন গুজব ছড়ালো।
মন্ত্রীও মালয়েশিয়া পালালো।
ধন্যবাদ ভাই।
বাহ্।
সুন্দর।
ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই।
অভিনন্দন কবি বোন শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
সত্যি সুন্দর।
একজন গৌতম বুদ্ধ বলেছিলেন, “শূন্যই একমাত্র সত্য
তা’ থেকেই উৎপত্তি ও বিনাশ”
তাই তো জন্মের মূহুর্তে তুমি মৃত্যু নিচ্ছ
এই সব যুদ্ধ বিগ্রহ শুধু কথার কথা
পৃথিবীর একমাথা সুতো বাঁধা
অন্য মাথায় তোমার স্থিরচিত্র।
শুভেচ্ছা জানবেন কবি।