পথেই দেরী

পথেই দেরী

যেখানেই যাই শণের নুড়ি
তুলোর বুনটে ধুসর রাত
তারপর চলে গেছে কতকাল!

গজনীর সুলতান ছুঁড়ে দিয়েছিল কবে
কণ্ঠহার; ছুঁড়ে দিয়েছিল মসনদ।
কবে যেন সকালটা
নাগ হয়ে উঠেছিল ফোঁসফাঁস ছোবলে—
সেই থেকে ফের শুরু।

জলের উপর শবাসন
সয় না জলশৈবাল
কুমিরে তাই টানছে রাশিফল
শুক্র থেকে জাতক চলে যাচ্ছে অস্থির বুধে
ধনুক বাঁকা রাত টম এন্ড জেরী খেলে একমনে।

যেখানেই যাই অযথা কালক্ষেপণ
অমানুষের মিছে পূজো পেতে পেতে
দেরী হয়ে যায় খামোখাই।

14 thoughts on “পথেই দেরী

  1. কবে যেন সকালটা
    নাগ হয়ে উঠেছিল ফোঁসফাঁস ছোবলে—
    সেই থেকে ফের শুরু।———-অনবদ্য প্রকাশ তুবা আপু

  2. অযথা কালক্ষেপনেই কখনও কখনও ভালোবাসা হয়ে যায় । সুন্দর লেখনী প্রিয় । ধন্যবাদ অনেক 

  3. সাবলীল ভাষায় এক দূর্দান্ত কবিতার প্রকাশ,

    অনেক ভালো লাগা রইলো

  4. যেখানেই যাই অযথা কালক্ষেপণ
    অমানুষের মিছে পূজো পেতে পেতে
    দেরী হয়ে যায় খামোখাই।

     

    * অপূর্ব রচনা প্রিয় কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. " যেখানেই যাই অযথা কালক্ষেপণ
    অমানুষের মিছে পূজো পেতে পেতে
    দেরী হয়ে যায় খামোখাই।"– অসাধারণ!

    দারুণ শব্দ চয়ন। মুগ্ধ হয়ে পড়লাম !

মন্তব্য প্রধান বন্ধ আছে।