উত্থানপর্ব
কচি কলাপাতার উপর দিয়ে বাতাস ঘেষে আকাশ…
সোনালী ডানার রোদ ভেঙ্গে
মেঘ আস পদ্মফোটা দিগন্তের খালে,
অবাধে সাঁতরায় ডাহুকের পাল-
বেন্নাঘাসের ডগা,
নদীর মতো নারী, ছলছল উঁকিতে বয়ে যায় বৃষ্টি,জল।
কেবলি এই পথচলা…
সাহস সঞ্চিত নির্যাসে
অগ্রিম পথ খরচার ক্লান্ত টেনে তোলে
চরজাগা সবুজ বন-
ভূগোলের কপালে ইলোরার ভাঁজপড়া যাদুঘর
যেন উত্থানপর্বের কথা;
___________
২১/০৭/১৮ ইং | ঢাকা
কেবলি এই পথচলা… সাহস সঞ্চিত নির্যাসে।
আপনার কবিতায় এমন কিছু গতিময় উপমা থাকে যে, একবার পড়ে নিলে শিখে নেয়া যায়। ধন্যবাদ কবি মি. টিপু সুলতান। শুভসন্ধ্যা।
ক্রমাগত ভালবাসা প্রিয় স্যার।শুভেচ্ছা
ভীষণ ভাল লাগে আপনার কবিতা গুলো। অভিনন্দন র'লো।
অজস্র শুভেচ্ছা দিভাই
কচি কলাপাতার উপর দিয়ে বাতাস ঘেষে আকাশ…
সোনালী ডানার রোদ ভাঙ্গে। দারুণ কবিতা সুলতান ভাই।
শ্রদ্ধা দাদা