তুমি কেমন করে গান করো হে গুণী
কে হতাম আমি, যদি আমি
আমি না হতাম!
মগজের খেলায় বরাবর পরাজিত
হৃদয়ে জিতে গেছি শুধু
সরলবর্গীয় চিরহরিৎ বৃক্ষবিশেষ—
কি হতে তুমি, যদি তুমি তুমিই না হতে!
অনেক ক্ষুধা নিয়ে জন্মেছিলাম
তুমি বললে, লোভী
হয়তো এটাই তোমার প্রথম ট্রিপ
এই নাকের উপর ওই তিরতির ঝোঁক
আমি লোভী বলি না ক্ষুধার্তকে
কারো স্বপ্নহীন ঘুম আমাকে জাগিয়ে রাখে।
কে হতাম আমি, যদি তোমার না হতাম!
আমরা একশটা বছর তুলে নিতে পারি
স্বাধীনতার বিলাসী কাব্যে
ভরিয়ে তুলতে পারি গান
কি হত আমাদের যদি আমরা পরস্পরের না হতাম!
অপ্রাপ্তি থেকে যেত জীবনের প্রিয় মূহুর্তগুলোয়।
September 2013
রবী ঠাকুরের সুর-শব্দ আর কবিতার অনুভব দুয়ে মিলে একাকার দিদিভাই।
অজস্র ধন্যবাদ রিয়া বোন।
কবিতা অসাধারণ হয়েছে বোন।
ধন্যবাদ কবি সৌমিত্র দাদা।
youtube.com/watch?v=Kb3gcjXmhHc
মুগ্ধ হলাম বন্ধু।
আমি লোভী বলি না ক্ষুধার্তকে
কারো স্বপ্নহীন ঘুম আমাকে জাগিয়ে রাখে।
* অসাধারণ অনুভবের কবিতা…
ধন্যবাদ কবি।
ধন্যবাদ ভাই।
চমৎকার অনুভূতির কথা প্রকাশ করেছেন তুবা আপু
ধন্যবাদ লিটন ভাই।
অনবদ্য প্রকাশ প্রিয় কবি
শুভকামনা




ধন্যবাদ আপনাকে।