দু’ডানার শাদা বক

দু’ডানার শাদা বক

ভাদ্রমাস;তালপাকার ঘ্রাণ
ভোরের মেঘে বৃষ্টি,চড়ুই বেলার রৌদ্র-
বাতাসে পালক ওড়ায়
ঘাসপাতার আঁচলে বসুন্ধরা ও ফড়িঙের বসন্ত;
শরতের শাদা রঙ-কাশফুল যেন তাঁর
শশ্মান ডিঙ্গানো দু’ডানার শাদা বক।

আকাশ জুড়ে পৃথিবী সঙ্গতারে গান গায়
বালুতট বেয়ে পলিমাটির দেশে,
কুমারী বুড়ির ঝিঙেফুলের মাঁচা,
ঘাসফুল ও রুপসী গ্রাম।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

14 thoughts on “দু’ডানার শাদা বক

  1. আপনার লিখার পরিধি অনেকের মতো অতোটা হৃষ্টপুষ্ট না হলেও পড়ার সময় পাঠক মননে প্রকৃত চিত্রটাই ভেসে উঠে। আমার কাছে ভালো লাগে মি. টিপু সুলতান।
    শুভ সকাল। :)

    1. অত্যন্ত সত্য কথা প্রকাশ করেছেন প্রিয় স্যার।ভাঙ্গাচোরা জোড়াতালিতে যতদূর এগোনো যায়।কবিতা আমার আহার,শরবত,বেঁচে থাকার নির্যাস।তাই ছড়ানোছিটানো শব্দ খুটেখুটে একটি বেমিল লাইন/বাক্যদান যদি পুঁটমাছের মতন প্রাণ পায়।তবু সেখানে হাঙ্গর ঠাসা গাল থাকলেও জলের ভেতর ছোট্ট প্রাণীজ ছুটুক।দৌড়াক।কি বলেন স্যার?

      আমি কিন্তু সব লেখার ভক্ত,সবাই সবার ভক্ত,

      তাই ভালোবেসে মনের কথা বললাম।শ্রদ্ধা এবং শ্রদ্ধা,যথার্থ ভালবাসা প্রিয় স্যারhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif।​​​​

  2. ভাদ্রমাস;তালপাকার ঘ্রাণ
    ভোরের মেঘে বৃষ্টি,চড়ুই বেলার রৌদ্র——–

    1. দাদার মন্তব্য/অভিমত সব সময় কাছে টানে।কাছে টানে বলেই

      সরাসরি কবিদের সঙ্গে কবিতার বিভাজন ভাঙ্গা যায়,নিটুট ভাষায়

      মোটা দাগে দারুণ সব কথা বলা যায়।শুভেচ্ছা দাদা

  3. অসাধারণ শব্দ চিত্র এঁকেছেন প্রিয় কবি। এই জন্যই আপনার লেখা আমার ভাল লাগে। :)

    1. দিদি/কবিদি।মাঝেমধ্যে বড্ড আপ্লুত হই।সুক্ষ্মদর্শীর চূড়ান্ত প্রকাশ ঘটায় যখন

      কবি/পাঠকের সঙ্গে কবিতার/কাব্যিক ভাবনার যোগাযোগ সুন্দর,প্রকাশ,অনুভূতির দাড়ি,কমার প্রকাশ পায়।তখন উভয়ের বিচার বিশ্লেষণ সার্থক।কবিতার প্লটে কবি/পাঠকের আগমন ঘটুক আরো;দৃঢ় প্রত্যয়ে।

       

      শুভেচ্ছা এবং শ্রদ্ধা প্রিয় দিদিভাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।