ফুল ছিঁড়ে ভুল করেছিলাম
আমি তোমাকে ভালবাসি। এতবড় সত্যকথা বোধ হয়
একদিনেও শেষ হয় না। কেউ যখন নিজেকে আড়াল করে
তখন ভালো লাগা সবটুকু অবৈধতায় পরিণত হয়।
বিচ্ছিন্ন হয় ধূপবাতি নিভে যাওয়ার মত;
জীবনে প্রথম প্রেম এবং মায়া শিখিয়েছিলে তুমি।
তারপর কল্পনায়, সাক্ষাৎকারে কাঁচা সবুজ তাজা-
হৃষ্টুপুষ্টু দু’জনে পরিপূর্ণ একটি ফুলের বাগানের মত
উপবন হয়ে উঠেছিলাম। কিন্তু কি দুর্ভাগ্য আমার!
তোমার মনের ভেতর স্ত্রীজীব বিশেষণ বালিকা মেয়েটি
কখনো সদ্য দেবদাসের মত মানুষটির মানে বুঝেনি।
এত কঠিন ভিত ভেঙে সহজ হয়।
স্বল্পদৈর্ঘ্যে শেষ হয় বসন্তের পাওনা সব।
হয়তো মানুষের বুঝে ওঠার আগে
তাঁর আত্মার মৃত্যু ঘটে।
অথচ কতগুলো দিন যে পার করেছিলাম
প্রভাতি পায়ে হেঁটেহেঁটে
শালিকজোড়া হলুদ বিকেলের গহীনে;
সে সবের অংকগুণ অনুভূত হলে বড্ড নিঃসঙ্গ লাগে।
চোখের ভেতর অনুচ্চারিত, উচ্চারিত স্বপ্নলোক উঁকি দেয়।
নাতিদীর্ঘ পায়ে এসে অঘটনা জানান দেয়
এতবড় সত্যকথার মহাপুরুষ তুমি নও।
মহাপুরুষ নই বলে সেদিন কি কাণ্ডটা না করেছিলাম
প্রকৃতির বুকে ছুরি মেরে।
অবুঝ খুনসুটি প্রেমের জন্য
হাসিমুখ গাছের ফুল ছিঁড়ে। তোমাকে বুঝতে,
তোমাকে পৃথিবীব্যাপী খুঁজতে
প্রকৃতির নিকট এখন নিজেকে অপরাধী বোধ হয়।
তবু কোন প্রশ্ন নেই,ক্ষমা আবিস্কার করেছি।
ভালো থেকো।
যেভাবে কালো মেঘ হঠাৎ হঠাৎ
ধূলোর বেণীতে বৃষ্টি ঝরায়।
__________________
তাং-১৯/০৯/১৮ ইং | ঢাকা
##মনের_কথা
কবিতার শেষ ভাগে এসে একদম বাজী মেরেছেন। অসাধারণ পরিস্ফুটন। চিত্রায়ন। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান। রেড রোজ …
শুভেচ্ছা এবং ভালবাসা প্রিয় স্যার।মনের কথা,মাত্র।তাই প্রকাশ করা।
যেভাবে কালো মেঘ হঠাৎ হঠাৎ
ধূলোর বেণীতে বৃষ্টি ঝরায়।
* সুন্দর পরিসমাপ্তি…
ভালবাসা প্রিয় কবিভাই।শুভেচ্ছা
অসাধারণ লেখেছেন কবি টিপু দা———-
অজস্র ধন্যবাদ কবিদা
আপনার কবিতার অনবদ্যতা আমাকে বারবার মুগ্ধ করে।
অফুরন্ত শুভেচ্ছা প্রিয় কবিদি
ভালো থেকো।
যেভাবে কালো মেঘ হঠাৎ হঠাৎ
ধূলোর বেণীতে বৃষ্টি ঝরায়।