আজ রাতে আমি কোথাও যাবো না
শুধু তোমার দুঃখগুলো ছুঁয়ে থাকবো।
আজ রাতে তোমার দুঃখগুলো
যদি চোখের নদী হয়ে যায়,
আমি সেই নদী ছুঁয়ে থাকবো
কফিনের নীরব নিথর শূন্যতায়।
আজ রাতে তোমার দুঃখগুলো
যদি অধরের জড়তা হয়ে যায়
আমি সেই জড়তা ছুঁয়ে থাকবো
কফিনের নীরব নিথর শূন্যতায়।
আজ রাতে তোমার দুঃখগুলো
যদি হৃদয়ের স্থবিরতা হয়ে যায়
আমি সেই স্থবিরতা ছুঁয়ে থাকবো
কফিনের নীরব নিথর শূন্যতায়।
আজ রাতে তোমার দুঃখগুলো
যদি স্তনের বিষণ্নতা হয়ে যায়
আমি সেই বিষণ্নতা ছুঁয়ে থাকবো
কফিনের নীরব নিথর শূন্যতায়।
আজ রাতে তোমার দুঃখগুলো
যদি যোনির অন্ধকার হয়ে যায়,
আমি সেই অন্ধকার ছুঁয়ে থাকবো
কফিনের নীরব নিথর শূন্যতায়।
আজ রাতে আমি কোথাও যাবো না
শুধু তোমার দুঃখগুলো ছুঁয়ে থাকবো।
বরাবরের মতো আরও একটি টাফ্ রোম্যান্টিক ধারাবাহিকতার কবিতা। অভিনন্দন প্রিয় কবি। আশা করবো ভালো আছেন। আর হ্যাঁ… ইনবক্সে দেয়া আপনার সমস্যার সমাধান আশা করি পেয়েছেন। কাজে লাগলে জানাবেন।
আপনার ধারাবাহিক এই কবিতা গুলোন আমাকে ভীষণ মুগ্ধ করে।
ভালোবাসার কাব্য – ঊনিশ এ এসে বেদনার এক নীল রঙ এর ছোয়া পেলাম!
অভিনন্দন প্রিয় কবি। সুন্দর আপনার লেখা।
সবাইকে অনেক ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্যে।