চোখের রেটিনায় দীর্ঘ পলক
একটি পেঁচা,সূর্যের দিকে মুখ তুলে বসে আছে
অগোজ শরীরের নিচে গাঁটবাধা জঙ্গল
রোপিত গহীন নির্জনতা; চোখের রেটিনায় দীর্ঘ পলকঃ
হর্ষধ্বনির মত ছড়িয়ে যায় বাতাসের মর্মবাণী-
সশব্দ প্রাচীন ঘ্রাণ, আলগোছ ঘাস শেকড়ের উরুতে
মুখ গুঁজে নিজের ভেতর সাঁতরায়; দূরতর মাঠের
সমস্তন নাভিমূল স্পর্শ করে গ্রামের পর গ্রাম-
পোড়কাটা ব্রিকের দালানি শহর থেকে কোলাহল
কেবল চাহনিতে ওড়ে অক্ষয়িষ্ণু অস্তিত্বের পোস্টার!
কেবল চাহনিতে ওড়ে অক্ষয়িষ্ণু অস্তিত্বের পোস্টার! শিরোনামের সার্থকতা পেলাম কবি।
শুভেচ্ছা প্রিয় স্যার
আপনার কবিতা গুলো আমার ভীষণ ভাল লাগে কবি সুলতান দা। বিশেষ শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ দিভাই
আপনার বেশ কিছু লেখা কবিতা পড়ার সুযোগ হয়েছে আমার। এক কথায় দারুণ।
অসংখ্য ভালবাসা দাদা