শিপ্রা,
তুমি চাইলে-
আমি মন্ত্রীসভার রীতিনীতি উপেক্ষা করতে পারি।
তুমি চাইলে-
আমি প্রধানমন্ত্রীর সাক্ষাত প্রত্যাখান করতে পারি।
শিপ্রা,
তুমি চাইলে-
আমি স্বর্গের সব জানালা নির্দ্বিধায় ভাঙতে পারি।
তুমি চাইলে-
আমি জাহান্নামে অসংখ্য গোলাপ ফোটাতে পারি।
শিপ্রা,
তুমি চাইলে-
আমি আমেরিকার ভিসা ছুঁড়ে ফেলতে পারি।
তুমি চাইলে-
আমি তোমার করুণ দু’চোখে স্বপ্ন হতে পারি।
শিপ্রা,
তুমি চাইলে-
আমি তোমার উর্বর দেহে দুর্বার নদী হতে পারি।
তুমি চাইলে-
আমি তোমার বুকে নক্ষত্রের চাষ করতে পারি।
/ড. মোঃ সফি উদ্দীন
শিপ্রা আর কতটা ত্যাগ চাইতে পারে আমি জানি না। এখানেই যথেষ্ট হয়েছে বন্ধু।
অনেক ধন্যবাদ।
অপার মুগ্ধতা রাখছি কবি শফি ভাই। দারুণ।
অনেক ধন্যবাদ প্রশংসা করার জন্যে।
কী যে দারুণ একটি কবিতা বলে বোঝাতে পারবো না কবি দা। অভিনন্দন অভিনন্দন।
উৎসাহ দেবার জন্য অশেষ ধন্যবাদ।