ভালোবাসার কাব্য – ঊনত্রিশ

(উৎসর্গঃ আনিসুল হক, সামিয়া রহমানের সাথে আনিসুল হকের কথোপকথন কবিতাটির প্রেরণা।)

এক।
তোমায় নতশিরে করি কুর্নিশ,
পুড়েছ অনলে আমায় অহর্নিশ;
দেব না কখনো কোন অগ্নিবলয়,
তুমি কবিতার প্রাণ নিত্য কাব্যময়।

দুই।
তোমায় নমস্কার শতকোটি বার,
দিয়েছ বেদনা অশেষ অপার;
কি দেব প্রতিদান রিক্ত আমি,
নিতে পারো একটি কবিতা প্রণামী।

/ড. মোঃ সফি উদ্দীন

3 thoughts on “ভালোবাসার কাব্য – ঊনত্রিশ

  1. আপনার কবিতার প্রেরণার উৎস দানকারী আর আপনার প্রতি আমার শ্রদ্ধা কবি সফি ভাই। শুভ সকাল।

  2. সামিয়া রহমানের সাথে আনিসুল হকের কথোপকথন আমার জানা হয়নি। প্রাসঙ্গিক ভাবে কবিতার সাথে এলে পাঠকের বুঝতে সুবিধে হতো।

    ধন্যবাদ মি. ড. মোঃ সফি উদ্দীন। শুভ দিন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।