বীজদল
মহাসমুদ্র আকাশে ওড়ে, অবিরামে সাঁতরায় গাঙচিল-
জলতলে পাথরের ওপর মাটি-বৃক্ষ, রোদ, ফুল, মহাকাল
অনতিক্রম বীজদল ঢুকে যায় দিগন্তে; ফেঁপে ওঠে মাঠ
মানুষগুলোর শস্যধান, উর্বরে ফেরা ঘর, প্রসার-হেমন্ত:
রূপকে হাসে আদিমের উঠান-মাটির শানুকে শাদা ভাত।
বীজদল
মহাসমুদ্র আকাশে ওড়ে, অবিরামে সাঁতরায় গাঙচিল-
জলতলে পাথরের ওপর মাটি-বৃক্ষ, রোদ, ফুল, মহাকাল
অনতিক্রম বীজদল ঢুকে যায় দিগন্তে; ফেঁপে ওঠে মাঠ
মানুষগুলোর শস্যধান, উর্বরে ফেরা ঘর, প্রসার-হেমন্ত:
রূপকে হাসে আদিমের উঠান-মাটির শানুকে শাদা ভাত।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান।
প্রীতম শুভেচ্ছা স্যার
কবিতার জন্য অনেক অনেক শুভেচ্ছা কবি সুলতান দা।
দারুণ কবি ভাই।
শুভেচ্ছা কবিদি
ভালবাসা প্রিয় দাদা