বাংলাদেশ – দুই

বাংলার ফুল, বাংলার ফল
সদা মনে যাচি;
বাংলার মাটি, বাংলার জল
বক্ষে ধরে বাঁচি।

বাংলার বিল, বাংলার ঝিল
দেহে নিয়ে ভাসি;
বাংলার ঘাট, বাংলার মাঠ
চক্ষে ছুঁয়ে হাসি।

বাংলার নদী, বাংলার দীঘি
আনমনে কত ভাবি;
বাংলার বাতাস, বাংলার আকাশ
স্বপ্নে এলে কাঁদি।

4 thoughts on “বাংলাদেশ – দুই

  1. সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি — এই নদী নক্ষত্রের তলে
    সেদিনো দেখিবে স্বপ্ন–সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
    আমি চ’লে যাব ব’লে চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে
    নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
    সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

    সেই দিন এই মাঠ
    – কবি জীবনানন্দ দাশ।

  2. স্বদেশ প্রেমের কবিতা পেলাম প্রিয় শফি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. * দেশ প্রেমের কবিতায় অনেক বেশি বিমোহিত হই… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।