শালিখের ঠোঁটে,
চড়ুইয়ের চঞ্চলতায় একটি দেশ-
বাংলাদেশ।
দোয়েলের চোখে,
বাবুইয়ের প্রতিভায় একটি দেশ-
বাংলাদেশ।
রাখালের প্রাণে,
বাউলের একতারায় একটি দেশ-
বাংলাদেশ।
বৈঠার টানে,
জীবনমুখী যাত্রায় একটি দেশ-
বাংলাদেশ।
/ড. মোঃ সফি উদ্দীন
শালিখের ঠোঁটে,
চড়ুইয়ের চঞ্চলতায় একটি দেশ-
বাংলাদেশ।
দোয়েলের চোখে,
বাবুইয়ের প্রতিভায় একটি দেশ-
বাংলাদেশ।
রাখালের প্রাণে,
বাউলের একতারায় একটি দেশ-
বাংলাদেশ।
বৈঠার টানে,
জীবনমুখী যাত্রায় একটি দেশ-
বাংলাদেশ।
/ড. মোঃ সফি উদ্দীন
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাংলাদেশ চিরজীবি হোক … ড. মোঃ সফি উদ্দীন। সালাম জানবেন।
আপনার জন্য শুভেচ্ছা রাখলাম কবি সফি ভাই।
সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি।