ক্রোড়পত্র
হাটুর গ্রীবা ছড়াচ্ছে একপাল সড়কপথ।
উত্তাপমাখা ছবিগুলোর চোখ, কমলা রঙের তরঙ্গ
ঠোঁটযুক্ত গুপ্তবিদ্যার দেয়াল, ক্রোড়পত্র;
স্বপ্ন হাসে, অবেলা সন্ধ্যার মর্গে। টোকা দেয়
তড়িঘড়ি মেইলের শব্দ, গাঢ়রূপ বসে-প্রথাগত প্রাণ!
তোশকের নিচে, এক টাকার হরিণ গুলো দৌড়োয়-
পরিষ্কার দেখা যায়, কখনো ধূলোর স্তুপে জুবুথুবু শুয়ে
বনফুল বাতাসে ছড়ায় গৃহতল ঋতুর সহৃদয় ছাঁচ
উন্মুখ আদরে আঁচড় দেয় গুঁড়ো অর্ভ্যথনা,
গুপ্ত শ্বাসকষ্ট জড়িয়ে ধরে রক্ষক, হাড়গোড় হাত!
সুন্দর একটি কবিতা প্রিয় কবি। শুভেচ্ছা জানবেন।
ক্রমাগত শুভেচ্ছা কবিদি
আপনার কবিতায় শুদ্ধ অনুভূতির আবহ বা পরিবেশ খুঁজে পাই সুলতান ভাই।
শ্রদ্ধা দাদা।ভালবাসা
'উন্মুখ আদরে আঁচড় দেয় গুঁড়ো অর্ভ্যথনা,
গুপ্ত শ্বাসকষ্ট জড়িয়ে ধরে রক্ষক, হাড়গোড় হাত!' ___ চমৎকার কবি মি. টিপু সুলতান।
অবিরাম ভালবাসা প্রিয় স্যার
তোশকের নিচে, এক টাকার হরিণ গুলো দৌড়োয়-
পরিষ্কার দেখা যায়, কখনো ধূলোর স্তুপে জুবুথুবু শুয়ে
বনফুল বাতাসে ছড়ায় গৃহতল ঋতুর সহৃদয় ছাঁচ…
* অভিনব প্রকাশ। শুভ কামনা সবসময়…
অফুরন্ত শুভেচ্ছা প্রিয় কবিভাই