অনন্তকাল
ভরা দেয়ালে নতুন পঞ্জিকার আলপথ-
পাতার ফাঁকে নীরব মৌনতা ওড়ে
শালিক ঠোঁটে আদিমের কোলাহল,
বউঠানে পৌঢ় নারীর পেঁয়াজ কাটা গন্ধের সন্ধে-
এভাবে বয়ে যায়, অনন্তকাল;
আগামীকালের সূর্য
চলো প্রতিদিন আছড়ে পড়ি
অন্ধকারের বেদী ছুঁয়ে-
কুয়াশার জালে জীর্ণদশা
ধূসরের বক্র মুখগুলো পালিয়ে যাক-
দণ্ডিত সিক গাঁথা গহীন প্রাচীরে-
আমাদের চোখগুলো বারংবার দ্বীপজ্যোতি আছড়াক
আদ্যপ্রান্ত পাখির পালকে উড়িবার দুরন্ত বিলাসী ডানা,
গাছেরা দেয়াল হয়ে দাঁড়াক একঝাঁক নতুন মুখে
বেরিয়ে আসুক নিঃশ্বাস, অমৃতযোগে তারুণ্য চিৎকার!
নন্দিত একটি কবিতা উপহার পেলাম প্রিয় কবি মি. টিপু সুলতান।
অনেক সুন্দর কবিতা প্রিয় টিপু ভাই। অভিনন্দন।
সুন্দর পরিপাটি কবিতা।