ফেব্রুয়ারী ২,২০১৯ সময়ঃ ২:৪৫মি.
কল্পনা হলো জ্ঞানের প্রথম শর্ত; আপনি যদি কিছু ভাবতে যান তাহলে আপনাকে আগে কল্পনা করতে হবে।
আপনি যদি সঠিক ও স্বাধীনভাবে কল্পনা করতে না পারেন তাহলে আপনার সব ভাবনা বৃথা। কোনো বৃহত্তম স্বার্থে আপনার যদি কোনো অংশীদারিত্ব না থাকে সেই ছোট কিম্বা বৃহত্তর কাজটির কোনো সফলতা আসবেনা।
তাই বলবো জ্ঞানকে গুরুত্ব দিতে গেলে আপনাকে আগে কল্পনা করতে হবে একটি কল্পনা যখন আপনি পরিকল্পনা মাফিক এগিয়ে নিবেন তাঁর সাফল্য সময়ের ব্যপারমাত্র।
জীবনের বাস্তবতাকে যথেষ্ঠ সহজ করে পরিষ্কার তুলেছেন শামীম ভাই।
কল্পনা হলো জ্ঞানের প্রথম শর্ত কথাটি পূর্ণ সত্য।
কল্পনার জগত যার যতটা পরিবৃত্ত তার জ্ঞানের আঁধার ততোটাই সংকীর্ণ।
জীবনকে যতটা পারা যায় সহজ করে নেয়া যেতে পারে।
মনে তো হচ্ছে কল্পনা পরে–কল্পনা করার জন্যও কছু জ্ঞান দরকার।