সংশোধন কেন্দ্র

সংশোধন কেন্দ্র

এই যেমন একটু আগেই ছিল
এখন নেই; তের বা চল্লিশ—
বন্দিত্ব এখনো তেমনি আছে
যাযাবর ক্যারাভান কিংবা
অস্তমিত ডোরাকাটা শরীর থেকে
প্রত্যাখ্যাত হল লম্বা কিছু স্বপ্ন।

এরপর সব শুনশান

এখন হর্ণের শব্দেও মায়াহরিন
নির্ভয় দাঁড়িয়ে থাকে জোয়ারের উপর
ডুবে যাওয়ার অবসর নেই
একটু শুধু দুলে ওঠা
উপর থেকে নীচ
আলখাল্লার ভেতর মেইজের ভুডু উপহাস।

এরপর আবারো সব শুনশান

এই যেমন একটু আগেই ছিল,
এখন কিচ্ছু নেই
সবাই ঘুম ঘুম জুভেনাইল প্রিজনার
পরিনত শরীরের সাপ তেমনি অবিচল
যেন ঢেউভাঙ্গা খোলসের বিষলক্ষ্যা শুধু
যেমনটা আগে ছিল, এখন নেই।

10 thoughts on “সংশোধন কেন্দ্র

  1. যেন ঢেউভাঙ্গা খোলসের বিষলক্ষ্যা শুধু
    যেমনটা আগে ছিল, এখন নেই।

    সুন্দর শাকিলা তুবা কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. কবিতাটার অর্থ বুঝতে একাধিকবার পড়তে হয়েছে। কিন্তু প্রথমবারেই এর অসাধারণে ভাবকল্পে মুগ্ধ হয়েছি। দ্বিতীয় বার পড়ার আগে কবিতার নাম দেখায় বুঝতে সুবিধা হয়েছে। তখনই “সবাই ঘুম ঘুম জুভেনাইল প্রিজনার” লাইনটা মনে আঁচড় কেটেছে।

    “এখন হর্ণের শব্দেও মায়াহরিন
    নির্ভয় দাঁড়িয়ে থাকে জোয়ারের উপর
    ডুবে যাওয়ার অবসর নেই
    একটু শুধু দুলে ওঠা
    উপর থেকে নীচ
    আলখাল্লার ভেতর মেইজের ভুডু উপহাস”।

    ভাবের ব্যাপক দখল এবং অসাধারণ শব্দব্যঞ্জনা কবিটাকে অসামান্য করেছে!  

  3.  

     

    এরপর আবারোও সব শুনসান

     

    এই যেমন একটু আগেই ছিল,

    এখন কিচ্ছু নেই……

    চমৎকার প্রকাশ ।কবি বন্ধু শাকিলা তুবা। শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।