দাম্পত্য

দাম্পত্য

এক জোড়া সাপ পূর্ণিমা-চাঁদে বিষম জড়াজড়ি
ডিনার ওয়াগনের ভেতর দৈনন্দিন পোষাক
টেবিলের দুইদিকে উল্টোনো পিরিচ আর
হিজ এন্ড হারজ ভর্তি কোট-টাই বা শাড়ী-চুড়ি
একটু বাতাসেই ভেঙ্গে যেতে পারে তবু মন।

আজ এই ঝড়, কাল শীতল বৃষ্টি
আজ জুড়ালো প্রাণ, কাল অনাসৃষ্টি
বাজার ফেরত ব্যাগে উপচানো মায়া
ঘরের ভেতর তবু ফাটে এটম বোমা
আমি-তুমি ‘আমরা’, অথবা আমি তুমি কেউ না।

কেউ দেখতে চায় টিকিট কাটা সিনেমা
কারো সুখ ঘরের দেরাজ বা সরু কোমরে হাত রেখে ঘুম
রাত কখনো মায়াবী, কখনো হরর মুভি
সাপ শুয়ে থাকে একজোড়া নিঃশ্বাসে মদির বিষ, ভাল লাগা
পূর্বাপর দ্বিমত শেষে পাশাপাশি থাকবার বিষয়ে একমত।

24 thoughts on “দাম্পত্য

  1. পরিচ্ছন্ন কবিতা উপহারে আপনি অনন্য এবং আপনার জুড়ি খুব কম।

    অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আজ এই ঝড়, কাল শীতল বৃষ্টি
    আজ জুড়ালো প্রাণ, কাল অনাসৃষ্টি
    বাজার ফেরত ব্যাগে উপচানো মায়া
    ঘরের ভেতর তবু ফাটে এটম বোম –

    দাম্পত্য তো এমনি – 

    ভালো লাগছে তুবা । ভালো থেকো । 

  3. এরকম বিষয়বস্তু নিয়ে কবিতা লেখা আমার কাছে বেশ কঠিন লাগে। আপনি নিপুণ হাতে সেটা করেছেন।  দারুণ চিত্রকল্প; জীবনের খুব কাছাকাছির !

     “বাজার ফেরত ব্যাগে উপচানো মায়া

    অথবা

    আমি-তুমি ‘আমরা’, অথবা আমি তুমি কেউ না

    —এইরকম কিছু কিছু অংশের কাব্যিক সৌন্দর্যে রীতিমত “থ”  মেরে গেছি!

    1. লেখায় কখনও কখনও পাঞ্চ লাইনের শব্দ গুলোন অনিবার্য হয়ে পড়ে। না চাইলেও এমননি এমনি চলে আসে ভাই। :)

  4. সরু কোমরে হাত রেখে ঘুম

    আর তপ্ত নিঃশাসের রঙিন  ডানা মেলে প্রজাপতির ফুলে ফুলে ঘুরে বেড়ানোর পেরাডাইজ সুখ…

    .  . .   shuveccha

  5. চমৎকার একটি কবিতা পড়লাম শাকিলা তুবা। ভাললাগা রেখে গেলাম। শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. ব্লগে বেশি সময় দিতে পারি না বলে, আপনার লেখাও পড়া হয়ে ওঠে না। আজ পড়লাম । মুগ্ধ হলাম, সত্যি এক অসাধাণ কবিতা প্রকাশ করেছেন, শ্রদ্ধেয় শাকিলা দিদি। শুভকামনা সারাক্ষণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।