ভালোবাসার কাব্য – আটত্রিশ

পুড়াইলে তোমার নশ্বর দেহ,
কোথায় পাইবে সাধের গেহ?
ঘিরিলে তোমায় কবরের কালো,
কেমনে দেখিবে চান্দের আলো?
জানেন কি তাহা লালন সাঁই!
জানেন কি তাহা মুর্শিদ ভাই!

চক্ষু বুজিলে আঁধারের শেষে,
কেমনে দেখিবে সূর্য আকাশে?
দেহ ডুবিলে দরিয়ার জলে,
কেমনে বাঁচিবে নক্ষত্র তলে?
জানেন কি তাহা লালন সাঁই!
জানেন কি তাহা মুর্শিদ ভাই!

আত্মা ছাড়িলে দেহ আহা রে,
কেমনে পাইবে আবার তাহারে?
হৃদয় মরিলে চিতার আগুনে,
কেমনে বাসিবে ভালো ফাগুনে?
জানেন কি তাহা লালন সাঁই!
জানেন কি তাহা মুর্শিদ ভাই!

/ড. মোঃ সফিউদ্দীন

6 thoughts on “ভালোবাসার কাব্য – আটত্রিশ

  1. অসাধারণ এই সিরিজ কবিতা। অভিনন্দন মি. ড. মোঃ সফিউদ্দীন। আপনার কি প্রকাশিত গ্রন্থ রয়েছে !! থাকলে জানাবেন। আর না প্রকাশিত হলে হওয়া দরকার মনে করি। ধন্যবাদ এবং শুভ সকাল। :)

  2. বেশ চমৎকার জীবন বোধের কবিতা, 

    ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন, https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif   

  3. অনেকটা আদ্ধাতিক কবিতা…

     

    #  "দেহ ঘরে বসবাস যার

    দেখা যায় না  গো তাকে;

    নায়র নেবে বলে কেউ একজন

    দেখে যায় এসে ফাকে ফাকে। …."

    ধন্যবাদ

     

     

    1. আমার কমেন্ট এর ১ম লাইনে আধ্যাত্মিক>আদ্ধাতিক নয়।

      এখানে কমেন্ট এডিটের জন্য একটা অপশন থাকা অতি আবশ্যক ছিল! 

  4. অভিনন্দন কবি সফিউদ্দীন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. আমার লেখা আমার ভাল লাগে প্রিয় কবি দা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।