আমারে দিয়েছিলে বেদনা অপার-
আমার ব্যথিত বিষন্ন চোখে
আজো তোমার ছায়া, ১৯৯৯।
পৃথিবী কতবার ঘুরে গেল
সূর্যকে নিতান্ত সাক্ষী রেখে –
ঢ়ের সময় চলে যায়,
অনটারিও লেকে দূর জাহাজের
মাস্তুলে লাগে লবণাক্ত হাওয়া;
সমুদ্র চিলের চিৎকার ভাঙে
ওয়াটার ফ্রন্টের একান্ত নীরবতা।
তবু ১৯৯৯, তুমি আছো
এই জল-সমুদ্র চিলের জর্নালে।
/ড. মোঃ সফি উদ্দীন
কবিতায় শুভেচ্ছা মি. সফি উদ্দীন। শুভ দিন।
Thanks.
দারুণ
Thank you.
অভিনন্দন প্রিয় কবি দা।
Dhonnobad Didi.
আমারে দিয়েছিলে বেদনা অপার-
আমার ব্যথিত বিষন্ন চোখে
আজো তোমার ছায়া, ১৯৯৯।
কত দ্রুত সময় চলে যায় কবি সফি ভাই। আপনার জন্য শুভকামনা।
Thanks Dada.