জীবনের জন্য পঙ্ক্তিমালা – তিন

|ফিরে আসবো বলে|

বন্ধুরা!
কখনো ভেবো না-
আমি চলে গেলাম;
কখনো মনে করো না-
আমি আর আসবো না;
আসলে আমি চলে গেলাম,
আবার তোমাদের মাঝে
ফিরে আসবো বলে।

বন্ধুরা!
যে এক টুকরো অনন্য আলো
প্রজাপতির পাখায়
খোলা ছাদের কাছে এসেছিলো,
তাকে ধরবো বলে
আমি ডানা মেলে দিয়েছিলাম।
সে আলো আমি ধরতে পারিনি-
দীপ্তিহীন নক্ষত্র তারে নিয়ে গেছে
নিজে জ্বলবে বলে-
আর আমি মৃত রাজহংসীর মতো…

বন্ধুরা!
কখনো ভেবো না-
আমি আর আসবো না;
সহস্র ব্যস্ততার ভীড়ে
আলোর প্রজাপতি হয়ে
আমি নিশ্চয় ফিরে আসবো।
কোন একদিন-
সূর্য যখন অন্ধকার সরিয়ে
তোমাদের জাগাবে,
দেখবে আমারও ঘুম ভেঙে গেছে…
অথবা ঝাঁঝালো দুপুরে
কোকিলের ঠোঁটে অমরাবতীর গানে
শুনবে আমারই কণ্ঠস্বর…
কিম্বা কৃষ্ণচূড়া যখন আগুন ছড়াবে,
দেখবে হুডখোলা রিক্সায়
আমি ছুটছি ‘প্রথম আলো’র দিকে…

বন্ধুরা!
তোমরা কি করে ভাবলে
আমার রক্ত ঘামে ভেজা
পবিত্র এই শহর ছেড়ে
আমি কখনো চলে যাবো!
আসলে আমি চলে গেলাম,
আবার তোমাদের মাঝে
ফিরে আসবো বলে।

/ড. মোঃ সফি উদ্দীন

12 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – তিন

  1. কবিতার বক্তব্যে বিষাদের সুর থাকলেও কবি ফিরবেন বলে আশ্বস্ত হলাম। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. বন্ধুরা!
    কখনো ভেবো না-
    আমি আর আসবো না;
    সহস্র ব্যস্ততার ভীড়ে
    আলোর প্রজাপতি হয়ে
    আমি নিশ্চয় ফিরে আসবো।

     

    শুভেচ্ছা জানবেন প্রিয় কবি দাদা।

  3. সুন্দর কবিতা প্রিয় কবি সফি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আপনার কবিতায় আমার সর্বসময়ের শুভেচ্ছা থাকে প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।