কেউ তদন্ত না করুক

কেউ তদন্ত না করুক

আকাশের আলপিনে ঝোলানো
আমার শাদা পাঞ্জাবিতে
তাঁর ঠোঁটের ভিটামিন রঙ লাগানো

হাঁটছি তো হাঁটছি। জলপথে গৃহবধূর নদীকূল ধরে
পেছনে সরে যাচ্ছে অনাগত পথ, খুঁটছি ফাল্গুন-
বাতাসের গোপন গল্প ভাড়া দিতে দিতে
পুরান ঢাকার তিন গলি মাথায় বসন্ত-বৈশাখ;
একদিন এই পথ বাঁকে,
একলা পথ যেতে যেতে বটপাতার ফাঁকে
নিশকালো কাকেরা সাহিত্য নগরীর মদ পানে
প্রেম ভক্ত যুবকের ধ্বনিঠুলির কা’কা শোনায়-
পুরান ঢাকার গায়ে জ্বরগো-জ্বর;
কোকিল ধ্বনি ফুটতে ফুটতে
দোয়েল চত্বরে কেটে যায় একটি বৃহস্পতিবার-
নিরঞ্জন দুপুরে বর্ষা এসে গেছে। এ প্রেম কেউ তদন্ত না করুক।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

7 thoughts on “কেউ তদন্ত না করুক

  1. কবিতাটি পড়লাম কবি মি. টিপু সুলতান। ভালো থাকুন নিরন্তর। শুভ সকাল। :)

  2. দারুণ প্রিয় কবি টিপু সুলতান ভাই। অভিনন্দন অভিনন্দন।

  3. সেটাই ভালো কেউ তদন্ত না করুক। ভালো লিখেছেন ভাই।

  4. ভালো লাগা কবিতা । নিরন্তর শুভকামনা।

  5. মনে দাগ কেটে গেলো "এ প্রেম কেউ তদন্ত না করুক " 

    কবির প্রত্যাশাই চরিতার্থ হোক।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।