জীবনের জন্য পঙ্ক্তিমালা – নয়

|বিপ্লবী আত্মার বুদ্বুদ|

ক্যামেরার ফ্লাশলাইটে যাদের দেখছেন
অপেক্ষায় রয়েছেন গুটিসুটি চুপচাপ,
চোখে নেই কোন আপাত উত্তাপ,
বিছিন্ন তন্দ্রায় শুধু ঢুলুঢুলু ভুগছেনঃ
এঁরা চিরকাল চিরবিপ্লবী-
যদিও এখন নীরব নিথর,
তবু হতে পারেন স্বপ্নভঙ্গ নির্ঝর,
ছড়াতে পারেন জীবন-মন্ত্রের দুন্দুভি।
এঁরা বুলেটের ভিতরে নির্জনে
লুকিয়ে থাকা উন্মত্ত বারুদ,
প্রয়োজনে অনিবার্য সত্তায় তোলেন
বিপ্লবী আত্মার অফুরন্ত বুদ্বুদ।

/ড. মোঃ সফি উদ্দীন

6 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – নয়

  1. ধারাবাহিক কবিতার আজকের পর্ব 'বিপ্লবী আত্মার বুদ্বুদ' পড়লাম প্রিয় কবি দা। 

  2. প্রয়োজনে অনিবার্য সত্তায় তুলে ধরতে হবে বিপ্লবী আত্মার বুদ্বুদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. চমৎকার লিখেছেন। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় ।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।