|তিমিরনন্দিনী গেল ক্ষয়ে|
ঝড়া পাতা ঝরে যায়
ঝড়া পাতার গানে,
অর্কটা হারালে তমসার প্রাণে
দিন মরে যায় বিস্ময়ে।
জোনাকীরা জ্বলে যায়
ঝিকিমিকি রাত্রির আঁচলে,
ভালোবাসা ছিলো না বলে
তিমিরনন্দিনী গেল ক্ষয়ে।
/ড. মোঃ সফি উদ্দীন
|তিমিরনন্দিনী গেল ক্ষয়ে|
ঝড়া পাতা ঝরে যায়
ঝড়া পাতার গানে,
অর্কটা হারালে তমসার প্রাণে
দিন মরে যায় বিস্ময়ে।
জোনাকীরা জ্বলে যায়
ঝিকিমিকি রাত্রির আঁচলে,
ভালোবাসা ছিলো না বলে
তিমিরনন্দিনী গেল ক্ষয়ে।
/ড. মোঃ সফি উদ্দীন
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধন্যবাদ মি. ড. মোঃ সফি উদ্দীন। আশা করবো ভালো আছেন।
ছোট হলেও সুন্দর একটি কবিতা পড়লাম।
ঝিকিমিকি রাত্রির আঁচলে থাক ভালোবাসা কবি সফি ভাই।
অনেক অনেক শুভকামনা প্রিয় কবি দা।