বিষণ্ণতার মিউজিয়াম
খোলা জানালা গলে ব্যথার বিম্বিত ধ্বনি ছুটে আসছে।
কানের কাছে, গহিন ক্রোধনে জমা শব্দের তলপেট-
পায়ের কাছে মাটি, নিজের কোলে শোয়ানো কবর
নীল বর্ণ গেদরভেদর রোদ-আপেল রঙ পোড়ায়
পালিয়ে যাচ্ছে-নিবিড় সম্পর্ক, ঘাসের ওপর-আতঙ্ক অধ্যায়
নারী ও ভোরপাখি আটকানো বিষণ্ণতার মিউজিয়াম;
দু হাতে ছাউনি বানানো, গোলপাতা ছায়া ছানার মতো-
মঙ্গলম প্রার্থনা। চোখে শঙ্কাহরা জল ঝাঁপিয়ে পড়ে
অজস্র বাণীগুলো ওড়ে, ভয়ার্ত ঘামে-মানুষ সংসার!
বিষণ্ণতার মিউজিয়াম। অনন্য সাধারণ একটি লিখা মি. টিপু সুলতান।
মুগ্ধতা জানাই প্রিয় কবি দা।
এক্সিলেন্ট টিউন কবি।
কিভাবে এমন সুন্দর লিখেন শিখতে চাই কবি টিপু ভাই।
ভীষণ সুন্দর হয়েছে কবিতাটি।