আমার চোখ জন্ম দেয়
রাজপাঠ যোনির ভেতর জোড়া সংসার, ফেঁপে ওঠে চর-
জলবীজ জড়ানো এক মাটিলগ্ন কুমারী
জৈব পৃথিবীর গোপন ডুব তুলে দেয়-হসন্তময় পবিত্র দেহ হাত
সুউচ্চ রৌদ্রগাঢ় প্রেম-সোনালি ধান, বাবা বীজ বুনেছিল।
মাংসকুচি জন্মানো তাঁর পবিত্র তলপেট
আমার চোখ জন্ম দেয়, নাভিকাটা সন্তান!
______________
১৯.০৫.১৯ ইং ঢাকা।
পরিচ্ছন্ন কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
সুন্দর কবিতা কবি টিপু ভাই।
জৈব পৃথিবীর গোপন ডুব তুলে দেয়-হসন্তময়। দারুণ কবিতা। ভালোবাসা কবি।
সুন্দর কবিতা।
পরিপাটি কবিতা।