হে মানুষ, মানুষ হয়ে বাঁচো
প্রতিদিনকার ছিনিয়ে নেয়া সূর্যের রস নিয়ে বাঁচো।
বর্তমানে বাঁচো,
ভবিষ্যতের চিন্তা করে নিজের নিশান
ভঙ্গ করে একটুও না আসো।
সময়ের স্রোত দ্রুত প্রবাহিত হয়ে চলেছে।
হে মানুষ, মুগ্ধ হয়ে বাঁচো,
আপন পথের দিশা নিয়ে বাঁচো
ভালোবাসায় বাঁচো, কাছে এসে বাঁচো।
অহংকারের দম্ভ নিয়ে একটুও না বাঁচো।
রপ্ত করা সুখ নিয়ে বাঁচো।
সুখের কথা চিন্তা করে একটুও না বাঁচো।
বাঁচতে হলে কাছাকাছি আসো
বাঁচতে হলে ভালোবাসায় আপন দিয়ে বাঁচো।
কারেক্ট। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় শামীম বখতিয়ার। শুভ সকাল।
বাঁচতে হলে ভালোবাসায় আপন দিয়ে বাঁচো। বিশেষ শুভকামনা শামীম ভাই।
বাঁচার আগ্রহ নিয়ে কবিতা, খুব ভালো লেগেছে।
বাঁচতে হলে বাঁচার মতো করেই বাঁচতে হবে ভাইজান।
শুভেচ্ছা রইলো কবি শামীম বখতিয়ার দা।
হে মানুষ, মানুষ হয়ে বাঁচো
প্রতিদিনকার ছিনিয়ে নেয়া সূর্যের রস নিয়ে বাঁচো।
কথা সত্য। আনন্দ নিয়ে বাঁচতে হবে।