পৃথিবীতে আসা একজন আগন্তুক আমি, এসেছি একা;
আমার জীবনযাপনের ভেতরে অনেকে আসবে আবার চলে যাবে।
জীবনের আর কোনো হেতু নেই
প্রতিদিনের হেত্বাভাস শুধু এটুকুই তোমার কিছু করতে হবে।
সৃষ্টি যখন শুরু হয়েছে ধ্বংসের মধ্যদিয়েই তাঁর নির্বান প্রাপ্তি চলবে।
এখানে সুখের বিপরীত দুঃখ আসবে…
দুঃখের বিপরীত কষ্ট আসবে
এভাবে, ভালোর বিপরীত খারাপ আর খারাপের বিপরীত ভালো…
ঘটতে থাকবে চলতে থাকবে শেষ হবে আবারও জন্ম নেবে।
এ এক সৃষ্টির কালাকার, এ এক সৃষ্টির রহস্য, মৃত্যুর রহস্য, সুখ দুঃখ যন্ত্রণা আর গ্লানির রহস্য।
পৃথিবীর এই আগন্তুক মানুষেরা নিজেদের সাথে পরিচিত হবে,
সম্পর্ক হবে, আপন হবে, পর হবে
এমনই করে মানুষ তাঁর প্রাপ্তির দুয়ারে পৌঁছবে।
এবং শেষ অবধি একাই ফিরে যাবে।
ভালো থাকুন কবি শামীম বখতিয়ার। শুভ হোক দিন।
এ এক সৃষ্টির কালাকার, এ এক সৃষ্টির রহস্য, মৃত্যুর রহস্য, সুখ দুঃখ যন্ত্রণা আর গ্লানির রহস্য।
দারুণ কবিতা কবি।
পবিত্র কোরআনে সূরা মূলকের দুই নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন,
আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য।
এছাড়াও মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদাতের জন্য।
সত্য কথা সুন্দর করে উপস্হাপন করেছেন কবি। আগন্তক একাই আসে এ দুনিয়ায়,আবার একাই ছাড়বে এ দুনিয়া। কিছুই নিয়ে যেতে পারবেনা।
দুঃখের বিপরীত কষ্ট আসবে
এভাবে, ভালোর বিপরীত খারাপ আর খারাপের বিপরীত ভালো…
ঘটতে থাকবে চলতে থাকবে শেষ হবে আবারও জন্ম নেবে।