স্বপ্ন-প্রিয়াশ্বরী (কাব্য গল্প)

এমন একটা দিন আসবে,
আমি আশাও করব সেই দিনের-
একই ট্রেনে
পাশা পাশি সীট হবে দু’জনার সীট।
অবাক দৃষ্টিতে তাকিয়ে দু’জনে
আরও আবাক হব আমি
তুমি প্রিয়াশ্বরীকে দেখে।
তাও আমার পাশে-
খুব কাছে, ভীষণ কাছে।
ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে
তুমি বলবে-
তোমার হাতটা একটু ধরি?
আমি ভীষণ রকম আশ্চর্য হয়ে
মাথা নেড়ে সম্মতি জানাব।
আর-
ভাবতে থাকব
যার হাত ধরার জন্য, যার একটু উষ্ণতা পাবার জন্য
প্রিয়াশ্বরী প্রিয়াশ্বরী বলে মুখে ফেনা তুলেছি
কত রাত জেগে কাটিয়েছি-
করেছি কত কি!
কিন্তু-
আমার সেই প্রিয়াশ্বরী
তার কাছে টানেনি আমায়।
নিজেকে লুকিয়ে নিয়েছে
আমাকে অনুভুতিহীন রেখেই।
এর পর থেকে-
ভীষণ কষ্ট নিয়ে শুধুই-
স্মৃতির যাবর কেটেছি।
অভিযোগহীন একাকী জীবনটাকে নিয়ে সামনে এগিয়েছি
একটা কচ্ছপের মত।
হঠাত একদিন – এই ভাবে-
দেখা হবে ট্রেনে; ভাবতেই পারছিনা।
কী ভীষণ উষ্ণ ভাল লাগা।
দু’জনার মাঝে, আর কোন কথা নেই
শুধুই নিরব বসে থাকা,
হাতে হাত রেখে।
একটা সময় বুঝতে পারলাম
আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি
এই হাত আর ধরে রাখা যাবে না।
প্লাটফর্মে এসেও কোন কথা নেই
শুধুই নিরবতা।
একে অন্যের দিকে তাকিয়েই বিদায় জানালাম।
দু’জন দু’জনার থেকে দূরে সরে যেতে যেতে
আচমকা খেয়াল করলাম-
আমার প্রিয়াশ্বরীর চোখের কোনায়-
অশ্রু দানা।
আবেগে ওষ্ঠধর তার কাঁপছে।
সম্ভবত-
আমাকে নতুন করে এত কাছে পাওয়ার পরও
আবার হারানোর বেদনা তার।
এটা ভাবতেই- নিজের ভালবাসাকে
অনেক ধন্য মনে হল।
বুঝতে পারি-
প্রিয়াশ্বরীর মনের অনেকটা জায়গা জুরেই
আমার আমি ছিলাম।

(মেঘনার পাড়, আশুগঞ্জ)
শ্বপ্ন-প্রিয়াশ্বরী (কাব্য গল্প)

ফেনা সম্পর্কে

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। কিন্তু এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান।

17 thoughts on “স্বপ্ন-প্রিয়াশ্বরী (কাব্য গল্প)

  1. সুন্দর লেখনী।কাব্য বুননে ঠাসা।ভালো লাগলো।

    ভালোবাসা অনেক প্রিয়কবি।

    1. অনেক ধন্যবাদ প্রিয়। 

      শব্দনীড় কে অনেক দিন পর পেয়ে ভাল লাগছে। 

      ভালবাসা অনন্ত।

  2. শ্বপ্ন-প্রিয়াশ্বরী বা স্বপ্ন-প্রিয়াশ্বরী কোনটা সঠিক শোনাবে জানাবেন।
    স্বাগতম মি. ফেনা। দীর্ঘ একটি কাল পরে আপনার লিখা পড়লাম। স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় মুরব্বী। আপনার বানানটি। ঠিক করে দিচ্ছি।

      ভাল থাকবেন।

  3. স্বতন্ত্র ধারার উপস্থাপন। ভালো লিখেছেন ফেনা ভাই। একরাশ শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. ছবির সাথে কবিতাটি দারুণ মানিয়েছে ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

  5. ভালোবাসা হোক ভালোবাসাময় কবি ফেনা ভাইজান। স্বাগতঃ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. রোম্যান্টিক কবিতা। অভিনন্দন প্রিয় কবি দা। আপনাকে আমার মনে আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।

      সেই সাথে ধন্য হলাম আমাকে মনে আছে বলে।

      শুভকামনা আপনার জন্য।

  7. প্রিয়াশ্বরীর মনের অনেকটা জায়গা জুরেই
    আমার আমি ছিলাম।

    সুন্দর। :)

    1. শাকিলা তুবা আপনাকে অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য। 

      ভাল থাকবেন সতত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।