আমার বয়স কোথাও টাঙানো নেই
পড়ে আছে মেঝেতে
বইপোকা টেবিল-ঘড়ির মতো
প্রায় সবকিছু টের পাই
মাঝবয়সী কাঠবিড়াল নারঙ্গীবন ঠেলে
বাদামি ডালপালা নগর
শরীরভর্তি সমতল দুপুর-
রাজকন্যা জ্যোৎস্নার রাত
কার আলপথ খোঁপায় যেনো হারিয়ে যায়
আমার চোখ যায় পেছন পেছন
-অজানা পুলকে, তার মাতাল নগরে
এক চিমটি হলুদ বাঁশের বন
পূর্ণদৈর্ঘ্য পোষা পায়ের নিচে ঘাস
বুঝতে পারি- ও আমাকে জেনে গেছে
আমি শিশু হয়ে যাই তার সাথে
আমার ভাঙাগড়া যত সরল মনের দোষ!
কবিতায় জীবন এবং বাস্তবতা। ধন্যবাদ কবি মি. টিপু সুলতান।
সুন্দর কবিতা কবি ভাই।
শুভেচ্ছা কবি টিপু সুলতান ভাই।
ভালোবাসাময় ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
অভিনন্দন কবি।
* সুন্দর….
অনিন্দ্য সুন্দর উপস্থাপন জীবনের করচা
শুভেচ্ছা প্রিয় কবি দা।
খুব সুন্দর একটা কবিতা পড়তে পেরে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দাদা।