এই ব্লগের সবার লেখাই আমাকে বেশ মুগ্ধ করে। তার মাঝে কিছু লেখা আছে যেগুলি সমাজ, দেশ তথা দেশের বর্তমান পরিস্থিতির উপর উপস্থাপন করা হয়। খুব ভাল লাগে চমতকার তথ্যবহুল এই সব পোষ্ট।
আমি অনেক চিন্তা করে দেখলাম একটা অনলাইন পত্রিকার সম্পাদকীয় নির্দিষ্ট একজনের না হওয়াই উত্তম। একেক সময় একেক জনের সর্বোত্তম আর্টিক্যালটাই সম্পাদকীয় হিসাবে উপস্থাপন করা যেতে পারে।
সেই জন্য আমি আমার জানাও ডট কম এর জন্য তিনটা ক্যাটাগরিতে নিয়মিত লেখা আশা করছি।
১. সম্পাদকীয়
২. সাহিত্য ও সংস্কৃতি
৩. শিক্ষা
আশা করি আমার এই আহবানে আপনারা সাড়া দিবেন এবং সযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সাথে আপনাদের মূল্যবান লেখাগুলি আমার জানাও ডট কম এ পুনঃপ্রকাশের সুযোগ করে দিলে ধন্য হব।
ধন্যবাদ সবাইকে।
জানাও ডট কম এর জন্য শুভকামনা মি. ফেনা।
ভাল কিছু লেখা আশা করছি।
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।বেশ ।
আশা করি সাথে থাকবেন।
ধন্যবাদ।