আপনার আপনি কিভাবে তাকে চিনবেন জানবেন বুঝবেন

মানুষকে চেনা যায় তার কর্মে, তার আচরণে, তার কথাবার্তার মধ্য দিয়েI আমি অনেক মানুষকে চিনি নাI কিন্তু কিছু চেনা মানুষের মধ্যে সবচেয়ে কাছের মানুষদেরকে চিনতে পেরেছি…

তারা সবাই নিজেদের স্বার্থে অন্যকে ব্যবহার করবেI তারা নিজেদের স্বার্থে আপনাকে চেঁপে ধরবে, কিন্তু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আপনাকে উদার হতে বলবেI

এটা তাঁদের বলতে হবে না, তারা আপনাকে অন্যের কর্মগুলোর গল্প শোনাবে যাতে সেই কথাগুলো শুনে তার কথা মত চলতে বাধ্য হন যদি সামান্য একটু বিগড়ে যান কিন্তু আপনাকে বাধ্য করবে, আপনি না করতে পারবেন নাI

তারা আপনাকে বিশ্বাস দেবে যে, সে আপনার সবচেয়ে কাছের মানুষ; সেই জন্য আপনার সবকিছু হিসাব নেবে, তারা আপনার ইচ্ছার বিরুদ্ধে যেকোনো একটি সিদ্ধান্ত চাপিয়ে দেবে যে কোন একটি ইচ্ছাকে চাপিয়ে দেবেI

তারা হয়তো কারো দ্বারা ডমিনেট হওয়ার শিকার; হতে পারে পরিবারের হতে পারে বাইরে হতে পারে বন্ধু কিংবা অন্যান্য কাছের মানুষ দ্বারাI তবে তার ক্ষোভ গুলো আপনার ওপর ঝাড়ার দীর্ঘ বাসনা প্রকাশ করবে এবং সেটা অবশ্যম্ভাবী যদি আপনি সহনশীল হোন নমনীয় হন তবে আপনার বিপদ অতি সন্নিকটেI

কিন্তু আপনাকে সে দুর্বল ভেবে ডমিনেট করার প্রয়াস করবে এবং তাই করবেI যতটা পারে উগ্র স্বভাব নিয়ে আক্রমণ করবে আপনাকেI একটা সময় অনুভব করবেন এবং বুঝতে পারবেন যে সে ভীষণ অসুস্থ মানুষI

তাকে আপনার অসুস্থ মনে হবে, উন্মাদ মনে হবে, পাগল মনে হবে, ভয়ঙ্কর মনে হবে এবং খুবই নিশংস মনে হবেI তাকে আপনার ফেক মনে হবে আসলে সেও একজন এই অসুস্থ সমাজের অসুস্থ মস্তিষ্কের মানুষI

কিন্তু তারা নিজেকে সবসময় তার বিপরীত তাই ভেবে আসবেI তারা নিজেকে সবসময় অনেক কিছু জানে ভেবে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করবেI কিন্তু নিজের বেলায় কোনভাবেই শুনতে রাজি নয়I

প্রত্যেকটা মুহূর্তে আপনাকে টাকা বানানোর মেশিন ভাববে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে জ্ঞান দিবে প্রত্যেকটা মুহূর্তে আপনার চিন্তার উপরে আক্রমণ করবে এবং আপনার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে সে সব মানুষ থেকে প্রত্যেকটা মুহূর্তে সাবধান হবেন, সাবধান হোনI

তাকে বলে দিন আপনি কেমন; সে অবশ্যই জানে আপনি কেমন; আপনার বাহ্যিক, আপনার ভেতর, আপনার দুনিয়া… সে কোন কিছু অবগত না হয়ে আপনার পেছনে আসেনিI

ওরা ভেবেই নিয়েছে জীবন অনেক ছোট; কিন্তু জীবন অনেক বড় হতে পারে যদি চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে পারেনI যদি উদার মানসিকতার মনোভাব পোষণ করতে পারেনI যদি পৃথিবীটাকে সুন্দর দৃষ্টিতে দেখেনI

যদি সবকিছু কে আপন ভেবে থাকেন, যদি সবকিছু কে আপন করে নেন, যদি প্রত্যেকটা মানুষকে আপনার সুনজর দ্বারা আকর্ষণ করেন, তাহলে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা মানুষ আপনার প্রিয় মানুষ; আপনার ভালোবাসার মানুষ; আপনি তাদের সুপাত্রI

মনে রাখবেন জীবন সাজাতে প্রচুর অর্থের প্রয়োজন হয় না I জীবন চালাতে প্রয়োজন একটি ইচ্ছা, এবং তার সাথে চাই মনের দিক দিয়ে একদম সহজ হওয়া, চাই সৎপথ এবং সুন্দর দৃষ্টিভঙ্গিI

সমাজের নানা শ্রেণীর মানুষের দৃষ্টিভঙ্গির সাথে তুলনা করে নিজের জীবন চলবেনা মানুষের সাথে তুলনা করে যদি নিজের জীবনকে গোছাতে যান তাহলে জীবন হবে অন্ধকার; কে কত টাকা ইনকাম করছে, কে কত টাকা ব্যাংক ব্যালেন্স করছে, কে কতটা সম্পদ উপার্জন করেছে সেদিকে লক্ষ্য রাখবেন না, লক্ষ্য রাখুন নিজের লক্ষ্যের দিকে;

আপনি যদি আপনার লক্ষ্যে অটুট থাকেন তাহলে অবশ্যই আপনার লক্ষ্য অর্জন করা কঠিন কিছু নয়I

আপনি কি! আপনি কেমন! আপনি কি করতে পারবেন আপনাকে খুজে বের করতে হবে; আপনার সাফল্য কোথায়, আপনার বিফল কোথায়, আপনার বি ফল কোথায়, আপনি কিসে সুখী অনুভব করবেন, আপনি কিসে ভালো থাকবেন, কীভাবে নিজের জীবন সুগঠন করতে পারবেন সেটা আপনিই একমাত্র ভালো জানেনI

আমিও এই অসুস্থ সমাজে বেড়ে ওঠা একজন অসুস্থ মস্তিষ্ক বিহীন মানুষ যার বিন্দুমাত্র মূল্য নেই; এই বেকার গ্রস্থ উগ্র নৃশংস নিকৃষ্ট নিরাময় নির্বোধ সমাজের ভিতর আমিও নির্ভেজাল মানুষ নই, নিখাদ নই, পুরোপুরি সত্য নয়, আবার পুরোপুরি মিথ্যাও নয়I

তার পরেও আমি একজন মানুষ; আমার মন আছে আমার আশা আছে আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে অনিচ্ছা আছে আমার সুন্দর দৃষ্টি আছে আমার দুটি চোখ আছে যা দিয়ে আমি পৃথিবী দেখি আমার মন আছে যে মনের দ্বারা আমি পৃথিবী কে ভালবাসি

পৃথিবীর এই সৌন্দর্যকে উপভোগ করি, এই চোখ দ্বারা সকল বিশ্বকে ধারণ করে মনের ভিতর; সকল অচেনাকে চেনার প্রয়াস করি, যেগুলোকে ভাবতে পারিনা বুঝতে পারিনা আন্দাজ করতে পারিনা সেগুলো কে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি,

এটাই আমি; এটাই আমার জীবন;
এখানেই আমার সুন্দর ভবিষ্যত;
সেটা নিজের কর্মের মাধ্যমে উপার্জিত হবেI
সেটা নিজের বিবেচনার মাধ্যমে পরিচিত হবে, সেটা নিজের জানার মাধ্যমে পরিচিত হবে,
সেটা নিজের বিবেচনাবোধের মাধ্যমে পরিচিত হবে,
সেটা নিজের সততার মাধ্যমে উপার্জিত হবেI

কোন মানুষই লক্ষ্যহীনভাবে চলতে পারেনা মানুষ হলো কে পুঁজি করে লক্ষ্যহীন হয়ে যায় কিছু অলক্ষ্মীর মানুষ লক্ষ্য কে ট্র্যাক করে নিজের সমৃদ্ধির পাত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করবে সেটা মানুষকে হতে দিবেন নাI

যাঁরা আপনার কষ্টে অনুতপ্ত নয় যারা আপনার ব্যাথায় বিকৃত নয় যারা আপনার সুখের জন্য সুখের সময় বন্ধুর সাথে যারা আপনার বিপদের সময় খোঁজ নেয় না যারা আপনার বিপদের সময় সটকে পড়ে তাদের কখনোই বন্ধু হিসেবে গণ্য করবেন নাI

ফেব্রুয়ারি 6, 2020
অসুস্থতার বন্ধ করিডরে আবদ্ধ জীবন; জানি সেখানে আপনাদের কিছুই করার নেই তবুও আপনাদের ভালোবাসা আমাকে সাহায্য করবে সুস্থ থাকার জন্যI 4দিন যাবৎ অসুস্থ দুআ করবেনI সুন্দর ও সুস্থ থাকুন এই কামনাI

2 thoughts on “আপনার আপনি কিভাবে তাকে চিনবেন জানবেন বুঝবেন

  1. ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিপদ সঙ্কটে কাছের মানুষের অবস্থান পরিষ্কার এবং স্পষ্ট নির্ণয় করা সম্ভব। তার জন্য মাথামোটা মেধাবান হতে হয় না। একজন শিশুও সাইকোলজিক্যালি এই বিষয়টি ধরতে পারে। বুঝতে পারে।

    ঐ যে অসহায়ত্ব !! এই অসহায়ত্বের কারণে যে যতটাই স্পষ্টবাদী হোক না কেন; উচ্চারণ থেকে পিছিয়ে আসে। আসতে বাধ্য হয়। কেননা মানুষও যে নির্ভরশীল !! ভালো থেকো শামীম। যত বিপত্তিই আসুক না কেন তোমার হাসিমাখা মুখ নিয়ে বিপদ জয় করো। তুমি পারবে। নিশ্চয়ই পারবে ভাই। আমার দোয়া।

মন্তব্য প্রধান বন্ধ আছে।